ইসরায়েলি হামলায় গাজায় আরও ১৩২ ফিলিস্তিনি নিহত

  • Update Time : ১১:৪০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • / 63

গাজার বিভিন্ন শহরে গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে বহু। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ১শ’ ছাড়িয়েছে।

সীমান্ত অঞ্চল রাফাহ দক্ষিণের খান ইউনিসসহ বিভিন্ন শহরের আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েলের সেনারা।
এদিকে ওষুধ ও জ্বালানিসহ জাতিসংঘের মানবিক সহায়তা বহনকারী ট্রাক গাজায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। এমনটা চলতে থাকলে দ্রুতই উপত্যকাজুড়ে দুর্ভিক্ষ এবং বিভিন্ন রোগের বিস্তারের দেখা দিবে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

পশ্চিম তীরে অভিযানের সময় ২ কিশোরকে হত্যা করে নেতানিয়াহু বাহিনী। এদিকে ইরাকের কুর্দি অঞ্চলে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংখ্যা মোসাদের একটি সদর দপ্তর হামলা চালিয়ে ধ্বংসের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ইসরায়েলি হামলায় গাজায় আরও ১৩২ ফিলিস্তিনি নিহত

Update Time : ১১:৪০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

গাজার বিভিন্ন শহরে গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে বহু। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ১শ’ ছাড়িয়েছে।

সীমান্ত অঞ্চল রাফাহ দক্ষিণের খান ইউনিসসহ বিভিন্ন শহরের আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েলের সেনারা।
এদিকে ওষুধ ও জ্বালানিসহ জাতিসংঘের মানবিক সহায়তা বহনকারী ট্রাক গাজায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। এমনটা চলতে থাকলে দ্রুতই উপত্যকাজুড়ে দুর্ভিক্ষ এবং বিভিন্ন রোগের বিস্তারের দেখা দিবে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

পশ্চিম তীরে অভিযানের সময় ২ কিশোরকে হত্যা করে নেতানিয়াহু বাহিনী। এদিকে ইরাকের কুর্দি অঞ্চলে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংখ্যা মোসাদের একটি সদর দপ্তর হামলা চালিয়ে ধ্বংসের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।