ভূমিকম্পে কাঁপল আসাম

  • Update Time : ০২:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • / 73

আন্তর্জাতিক ডেস্ক

ভূমিকম্পে কাঁপল আসাম। বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে উত্তর-পূর্ব ভারতের স্থলবেষ্টিত রাজ্যটি ভূমিকম্প অনুভূত হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) জানিয়েছে, শনিবার ভোরে আসামের তেজপুর মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পের পরিমাপক রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৩ দশমিক ৪।

এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটি ভোর ৫টা ৫৫ মিনিটে অনুভূত হয়েছে। এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আসামে ভূমিকম্প হয়েছিল। ওই দিন স্থানীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটে আসামের নগাঁও জেলায় এ ভূমিকম্প হয়। ওই সময়ে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

চলতি মাসের শুরুতে ভারতের মনিপুর রাজ্যে ভূমিকম্প আঘাত হেনেছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প আঘাত হানার পর থেকে দেশটিকে ভূমিকম্প দেখা দিয়েছে। গত ৬ ফেব্রুয়ারি সাত দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে লন্ডভন্ড হয়ে গিয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media


ভূমিকম্পে কাঁপল আসাম

Update Time : ০২:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ভূমিকম্পে কাঁপল আসাম। বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে উত্তর-পূর্ব ভারতের স্থলবেষ্টিত রাজ্যটি ভূমিকম্প অনুভূত হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) জানিয়েছে, শনিবার ভোরে আসামের তেজপুর মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পের পরিমাপক রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৩ দশমিক ৪।

এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটি ভোর ৫টা ৫৫ মিনিটে অনুভূত হয়েছে। এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আসামে ভূমিকম্প হয়েছিল। ওই দিন স্থানীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটে আসামের নগাঁও জেলায় এ ভূমিকম্প হয়। ওই সময়ে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

চলতি মাসের শুরুতে ভারতের মনিপুর রাজ্যে ভূমিকম্প আঘাত হেনেছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প আঘাত হানার পর থেকে দেশটিকে ভূমিকম্প দেখা দিয়েছে। গত ৬ ফেব্রুয়ারি সাত দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে লন্ডভন্ড হয়ে গিয়েছিল।