লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কোনো শান্তি নয়: পুতিন

  • Update Time : ০৩:২৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • / 105

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে আমাদের লক্ষ্য অর্জন না হওয়ার পর্যন্ত কোনো শান্তি নয়। বছরের শেষ টেলিভিশন কনফারেন্সে তিনি এই মন্তব্য করেন।

ইউক্রেনকে নাৎসি ও সামরিকায়ন মুক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, কিয়েভকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে হবে।

কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের বিশ্লেষক তাতিয়ানা স্ট্যানোভায়া লিখেছেন, মূলত পুতিন ইউক্রেনের সম্পূর্ণ আত্মসমর্পণের শর্তে পশ্চিমের কাছে একটি শান্তি প্রস্তাব দিয়েছেন।

সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। তাছাড়া আশার মুখ দেখছে না কিয়েভের পাল্টা হামলাও। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের পর কমেছে পশ্চিমাদের সামরিক সহায়তা। এতে বিপাকে পড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

এদিকে ইউক্রেনের সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের এই পদক্ষেপকে ইউক্রেন ও ইউরোপ মহাদেশের জন্য জয় বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও এর আগে হাঙ্গেরির বিরোধিতায় বন্ধ ছিল এই আলোচনা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ২৭ দেশের শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যেখানে মলদোভার সঙ্গেও আনুষ্ঠানিক সদস্যপদ নিয়ে আলোচনায় রাজি হয়েছে ব্লকটি।

এক্স বার্তায় জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে ইউক্রেন ও ইউরোপের জন্য জয় বলে অভিহিত করেছেন। এই জয় উৎসাহ ও শক্তি জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Tag :

Please Share This Post in Your Social Media


লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কোনো শান্তি নয়: পুতিন

Update Time : ০৩:২৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে আমাদের লক্ষ্য অর্জন না হওয়ার পর্যন্ত কোনো শান্তি নয়। বছরের শেষ টেলিভিশন কনফারেন্সে তিনি এই মন্তব্য করেন।

ইউক্রেনকে নাৎসি ও সামরিকায়ন মুক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, কিয়েভকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে হবে।

কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের বিশ্লেষক তাতিয়ানা স্ট্যানোভায়া লিখেছেন, মূলত পুতিন ইউক্রেনের সম্পূর্ণ আত্মসমর্পণের শর্তে পশ্চিমের কাছে একটি শান্তি প্রস্তাব দিয়েছেন।

সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। তাছাড়া আশার মুখ দেখছে না কিয়েভের পাল্টা হামলাও। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের পর কমেছে পশ্চিমাদের সামরিক সহায়তা। এতে বিপাকে পড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

এদিকে ইউক্রেনের সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের এই পদক্ষেপকে ইউক্রেন ও ইউরোপ মহাদেশের জন্য জয় বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও এর আগে হাঙ্গেরির বিরোধিতায় বন্ধ ছিল এই আলোচনা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ২৭ দেশের শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যেখানে মলদোভার সঙ্গেও আনুষ্ঠানিক সদস্যপদ নিয়ে আলোচনায় রাজি হয়েছে ব্লকটি।

এক্স বার্তায় জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে ইউক্রেন ও ইউরোপের জন্য জয় বলে অভিহিত করেছেন। এই জয় উৎসাহ ও শক্তি জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান