যুক্তরাজ্য সফরে এফবিসিসিআই প্রতিনিধিদল

  • Update Time : ০২:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • / 91

যুক্তরাজ্য সফরে গেছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর একটি প্রতিনিধি দল। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে এ প্রতিনিধিদল কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন। এ সফরে বাংলাদেশের হয়ে আরও ৪৪ জন ব্যবসায়ী অংশ নেবেন।

সোমবার (২৭ নভেম্বর) সকালে কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে যোগ দেবেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এর আগে গতকাল রোববার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে একটি নৈশভোজে যোগদান করেন ব্যবসায়ীরা।

পূর্বনির্ধারিত সফরে বাণিজ্য ও বিনিয়োগ সর্ম্পক জোরদারের বিষয় আলোচনা হবে। যা কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে।

কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) ‘টেক অ্যান্ড ইনোভেশন: অ্যানাব্লিং ট্রেড’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্যানেলিস্ট হিসেবে যোগদান করবেন এফবিসিসিআই সভাপতি। পরে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)-এর সঙ্গে সাক্ষাৎ এবং একটি সমঝোতা চুক্তি সই করবে এফবিসিসিআই।

Tag :

Please Share This Post in Your Social Media


যুক্তরাজ্য সফরে এফবিসিসিআই প্রতিনিধিদল

Update Time : ০২:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

যুক্তরাজ্য সফরে গেছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর একটি প্রতিনিধি দল। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে এ প্রতিনিধিদল কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন। এ সফরে বাংলাদেশের হয়ে আরও ৪৪ জন ব্যবসায়ী অংশ নেবেন।

সোমবার (২৭ নভেম্বর) সকালে কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে যোগ দেবেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এর আগে গতকাল রোববার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে একটি নৈশভোজে যোগদান করেন ব্যবসায়ীরা।

পূর্বনির্ধারিত সফরে বাণিজ্য ও বিনিয়োগ সর্ম্পক জোরদারের বিষয় আলোচনা হবে। যা কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে।

কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) ‘টেক অ্যান্ড ইনোভেশন: অ্যানাব্লিং ট্রেড’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্যানেলিস্ট হিসেবে যোগদান করবেন এফবিসিসিআই সভাপতি। পরে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)-এর সঙ্গে সাক্ষাৎ এবং একটি সমঝোতা চুক্তি সই করবে এফবিসিসিআই।