আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শনিবার থেকে

  • Update Time : ০১:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / 158

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের কাছে আগামী শনিবার সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

সেদিন সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম শুরু হবে; যা কতদিন চলবে, সেটি এখনও নির্দিষ্ট হয়নি।

আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ জানিয়ে বুধবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ এ সিদ্ধান্ত নেয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন দল একে স্বাগত জানিয়ে মিছিল করেছে সারা দেশেই। পাশাপাশি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের অবস্থান তুলে ধরেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি জানান, আগামী শুক্রবার তাদের দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক হবে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটির সভাপতি। সেখানেই সব কিছু চূড়ান্ত হবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন, সেখানে তিনি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমার সুযোগ রেখেছেন।

সায়েম খান বলেন, “শুক্রবার বিকালের বৈঠকে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন।

“তবে ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ সময় থাকবে বিকাল পাঁচটা পর্যন্ত, আর সেই বৈঠকটি এর পরেও চলতে পারে। সে কারণে পরদিন শনিবার সকাল থেকে পুরোদমে মনোনয়ন ফরম বিক্রি চলবে।”

এবার সশরীরে বা অনলাইনেও মনোনয়নপত্র কেনার ব্যবস্থা রেখেছে ক্ষমতাসীন দলটি।

মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার বিষয়ে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন ওবায়দুল কাদের।

Tag :

Please Share This Post in Your Social Media


আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শনিবার থেকে

Update Time : ০১:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের কাছে আগামী শনিবার সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

সেদিন সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম শুরু হবে; যা কতদিন চলবে, সেটি এখনও নির্দিষ্ট হয়নি।

আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ জানিয়ে বুধবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ এ সিদ্ধান্ত নেয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন দল একে স্বাগত জানিয়ে মিছিল করেছে সারা দেশেই। পাশাপাশি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের অবস্থান তুলে ধরেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি জানান, আগামী শুক্রবার তাদের দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক হবে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটির সভাপতি। সেখানেই সব কিছু চূড়ান্ত হবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন, সেখানে তিনি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমার সুযোগ রেখেছেন।

সায়েম খান বলেন, “শুক্রবার বিকালের বৈঠকে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন।

“তবে ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ সময় থাকবে বিকাল পাঁচটা পর্যন্ত, আর সেই বৈঠকটি এর পরেও চলতে পারে। সে কারণে পরদিন শনিবার সকাল থেকে পুরোদমে মনোনয়ন ফরম বিক্রি চলবে।”

এবার সশরীরে বা অনলাইনেও মনোনয়নপত্র কেনার ব্যবস্থা রেখেছে ক্ষমতাসীন দলটি।

মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার বিষয়ে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন ওবায়দুল কাদের।