সংবাদকর্মীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ডুজার

  • Update Time : ১০:৫৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / 74

জাননাহ, ঢাবি প্রতিনিধি

রাজধানী ঢাকায় আওয়ামী লীগ-বিএনপি-পুলিশ বাহিনীর মধ্যকার ত্রিমুখী সংঘর্ষে সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। হামলাকারীদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানিয়েছে এই সংগঠন।

শনিবার (২৮ অক্টোবর) ডুজার সভাপতি আল সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে ডুজার নেতারা বলেন, ২৮ অক্টোবর দুই রাজনৈতিক দল ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর কয়েকটি স্থানে প্রায় ২০ জন সংবাদকর্মীর ওপর নির্মমভাবে হামলা করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এসময় আহত সকলের প্রতি সমবেদনা এবং সুস্থতা কামনা করেন ডুজার নেতারা। পাশাপাশি হামলাকারীদের গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

সংবাদমাধ্যমকে একটি দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে এ বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যমকে দেশ ও জনগণের স্বার্থে সচল রাখে মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা। সংবাদকর্মীরা নির্দিষ্ট কোন পক্ষের দ্বারা প্রভাবিত না হয়ে প্রকৃত ঘটনা বা সত্যকে প্রকাশ করতেই তাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকে। এক্ষেত্রে যারা সত্যকে গোপন করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যায় একমাত্র তারাই সাংবাদিকদের ওপর পেশিশক্তির ব্যবহার করে স্বাধীন সাংবাদিকতাকে দমিয়ে রাখার অপচেষ্টায় লিপ্ত হয়। যা আন্তর্জাতিক ও দেশীয় আইনের পরিপন্থী এবং সাংবাদিকতা পেশার জন্য হুমকিস্বরূপ।

বিভিন্ন সময় সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডুজার নেতারা বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে প্রায়ই সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা, মোবাইল বা সংবাদ সংগ্রহের ডিভাইস ছিনিয়ে নেওয়া, হুমকি প্রদান এবং লাঞ্চিত করাসহ নানাভাবে হেনস্তা করা হয়। যার অধিকাংশ ঘটনাতেই দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায়না। যা অত্যন্ত দুঃখজনক।

সংবাদকর্মীদের ওপর যে বা যারাই এভাবে ন্যাক্কারজনক হামলা করেছে তাদের প্রত্যেককেই চিহ্নিত ও গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি ডুজার নেতারা।

Tag :

Please Share This Post in Your Social Media


সংবাদকর্মীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ডুজার

Update Time : ১০:৫৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

জাননাহ, ঢাবি প্রতিনিধি

রাজধানী ঢাকায় আওয়ামী লীগ-বিএনপি-পুলিশ বাহিনীর মধ্যকার ত্রিমুখী সংঘর্ষে সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। হামলাকারীদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানিয়েছে এই সংগঠন।

শনিবার (২৮ অক্টোবর) ডুজার সভাপতি আল সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে ডুজার নেতারা বলেন, ২৮ অক্টোবর দুই রাজনৈতিক দল ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর কয়েকটি স্থানে প্রায় ২০ জন সংবাদকর্মীর ওপর নির্মমভাবে হামলা করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এসময় আহত সকলের প্রতি সমবেদনা এবং সুস্থতা কামনা করেন ডুজার নেতারা। পাশাপাশি হামলাকারীদের গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

সংবাদমাধ্যমকে একটি দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে এ বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যমকে দেশ ও জনগণের স্বার্থে সচল রাখে মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা। সংবাদকর্মীরা নির্দিষ্ট কোন পক্ষের দ্বারা প্রভাবিত না হয়ে প্রকৃত ঘটনা বা সত্যকে প্রকাশ করতেই তাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকে। এক্ষেত্রে যারা সত্যকে গোপন করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যায় একমাত্র তারাই সাংবাদিকদের ওপর পেশিশক্তির ব্যবহার করে স্বাধীন সাংবাদিকতাকে দমিয়ে রাখার অপচেষ্টায় লিপ্ত হয়। যা আন্তর্জাতিক ও দেশীয় আইনের পরিপন্থী এবং সাংবাদিকতা পেশার জন্য হুমকিস্বরূপ।

বিভিন্ন সময় সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডুজার নেতারা বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে প্রায়ই সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা, মোবাইল বা সংবাদ সংগ্রহের ডিভাইস ছিনিয়ে নেওয়া, হুমকি প্রদান এবং লাঞ্চিত করাসহ নানাভাবে হেনস্তা করা হয়। যার অধিকাংশ ঘটনাতেই দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায়না। যা অত্যন্ত দুঃখজনক।

সংবাদকর্মীদের ওপর যে বা যারাই এভাবে ন্যাক্কারজনক হামলা করেছে তাদের প্রত্যেককেই চিহ্নিত ও গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি ডুজার নেতারা।