বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী সৌদি আরব : রাষ্ট্রদূত

  • Update Time : ০৫:৪২:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / 102

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি এবং সৌদি আরব বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

রোববার (২৪ সেপ্টেম্বর) সৌদি আরবের ৯৩তম জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি। আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় সৌদি দূতাবাস দিবসটি পালন করবে। তবে, সৌদি আরবের জাতীয় দিবস পালিত হয় ২৩ সেপ্টেম্বর।

বাণীতে সৌদি রাষ্ট্রদূত বলেন, অনেক সৌদি আরবের বিখ্যাত কোম্পানি ও বিনিয়োগকারী বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে গভীর আগ্রহ দেখিয়েছে। সৌদি আরব প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য বাড়ি, স্কুল, মসজিদ, এতিমখানা ও আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি হাসপাতাল, সেতু এবং বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মতো বিভিন্ন প্রকল্পের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৬ সালের সৌদি আরব সফর এবং বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সৌদি আরবের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকজন সৌদি মন্ত্রীর বাংলাদেশ সফরের পর সৌদি-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হয়। ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের একটি শক্তিশালী ভিত্তির ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক গভীর ও অসামান্য।

Tag :

Please Share This Post in Your Social Media


বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী সৌদি আরব : রাষ্ট্রদূত

Update Time : ০৫:৪২:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি এবং সৌদি আরব বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

রোববার (২৪ সেপ্টেম্বর) সৌদি আরবের ৯৩তম জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি। আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় সৌদি দূতাবাস দিবসটি পালন করবে। তবে, সৌদি আরবের জাতীয় দিবস পালিত হয় ২৩ সেপ্টেম্বর।

বাণীতে সৌদি রাষ্ট্রদূত বলেন, অনেক সৌদি আরবের বিখ্যাত কোম্পানি ও বিনিয়োগকারী বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে গভীর আগ্রহ দেখিয়েছে। সৌদি আরব প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য বাড়ি, স্কুল, মসজিদ, এতিমখানা ও আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি হাসপাতাল, সেতু এবং বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মতো বিভিন্ন প্রকল্পের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৬ সালের সৌদি আরব সফর এবং বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সৌদি আরবের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকজন সৌদি মন্ত্রীর বাংলাদেশ সফরের পর সৌদি-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হয়। ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের একটি শক্তিশালী ভিত্তির ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক গভীর ও অসামান্য।