রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যের আহ্বান জেলেনস্কির

  • Update Time : ০৯:৩৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / 107

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানে রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর, স্থানীয় সময়) নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানে তিনি বিশ্ব নেতাদের বলেছেন, ‘আগ্রাসীকে পরাজিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, গত মাসে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিমান দুর্ঘটনায় নিহতের পেছনে পুতিনের হাত রয়েছে। রাশিয়ার হামলার বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এই আগ্রাসন বৈশ্বিক অর্ডারের ওপর হুমকি।
গত বছর সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বক্তৃতা দিয়েছেন জেলেনস্কি।

এসময় রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা চালানোরও অভিযোগ করেছেন তিনি বলনে, ইউক্রেনীয় শিশুদের অপহরণ করে গণহত্যা করছে রাশিয়া। কিয়েভ একটি বিশ্ব শান্তি সম্মেলন প্রস্তুতির জন্য কাজ করছে।

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বনেতাদের ঐক্যের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সাধারণ পরিষদে বাইডেনের ভাষণ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করা মার্কিন কর্মকর্তারা জানান, জাতীয় নিরাপত্তাসহ জাতিসংঘের সনদ ও মানবাধিকার সমুন্নত রাখার প্রয়োজনীয়তার উদাহরণ হিসাবে বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি তার সমর্থনের ওপর জোর দেবেন।

আরও বলেন, বাইডেন জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলবেন। বিশ্বব্যাপী অবকাঠামো প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ ও জলবায়ু সংকট মোকাবিলাসহ আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা বিভিন্ন বিষয়গুলোর ওপরও আলোকপাত করবেন। বিশ্বজুড়ে তার কৃতিত্বের প্রচার করবেন

Tag :

Please Share This Post in Your Social Media


রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যের আহ্বান জেলেনস্কির

Update Time : ০৯:৩৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানে রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর, স্থানীয় সময়) নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানে তিনি বিশ্ব নেতাদের বলেছেন, ‘আগ্রাসীকে পরাজিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, গত মাসে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিমান দুর্ঘটনায় নিহতের পেছনে পুতিনের হাত রয়েছে। রাশিয়ার হামলার বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এই আগ্রাসন বৈশ্বিক অর্ডারের ওপর হুমকি।
গত বছর সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বক্তৃতা দিয়েছেন জেলেনস্কি।

এসময় রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা চালানোরও অভিযোগ করেছেন তিনি বলনে, ইউক্রেনীয় শিশুদের অপহরণ করে গণহত্যা করছে রাশিয়া। কিয়েভ একটি বিশ্ব শান্তি সম্মেলন প্রস্তুতির জন্য কাজ করছে।

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বনেতাদের ঐক্যের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সাধারণ পরিষদে বাইডেনের ভাষণ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করা মার্কিন কর্মকর্তারা জানান, জাতীয় নিরাপত্তাসহ জাতিসংঘের সনদ ও মানবাধিকার সমুন্নত রাখার প্রয়োজনীয়তার উদাহরণ হিসাবে বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি তার সমর্থনের ওপর জোর দেবেন।

আরও বলেন, বাইডেন জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলবেন। বিশ্বব্যাপী অবকাঠামো প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ ও জলবায়ু সংকট মোকাবিলাসহ আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা বিভিন্ন বিষয়গুলোর ওপরও আলোকপাত করবেন। বিশ্বজুড়ে তার কৃতিত্বের প্রচার করবেন