ইউক্রেনকে অস্ত্র নিয়ে বড় ঋণ পেলো পাকিস্তান

  • Update Time : ০৩:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • / 102

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের শর্ত মেনে গোপনে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে ইসলামাবাদ, আর তার বিনিময়েই মিলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন বিস্ফোরক তথ্য।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে অলাভজনক সংবাদমাধ্যমটি দাবি করেছে, সরাসরি না হলেও পরোক্ষভাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে যুক্ত রয়েছে পাকিস্তান।

করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিপাকে পড়ে পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে আর্থিক সংকটে থাকা পাকিস্তানের অর্থনীতি প্রায় ভেঙে পড়ে। অর্থনীতির বেহাল দশা কাটাতে দীর্ঘদিন ধরেই আইএমএফের ঋণ পাওয়ার চেষ্টা করছিল দেশটি। কিন্তু শর্ত নিয়ে দুই পক্ষের মতানৈক্য থাকায় ঋণ অনুমোদনে দেরি হচ্ছিলো।

দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, কয়েক মাসের আলোচনার পর গেলো জুলাই মাসে ৩০০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। শিগগিরই ঋণের প্রথম কিস্তি পেতে যাচ্ছে পাকিস্তান। আর এর মধ্যেই সামনে এলো এ চাঞ্চল্যকর খবর।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তান ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ সমর্থক হিসাবে আবির্ভূত হয়েছে।

ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে ইমরান খান দাবি করেছিলেন, পাকিস্তান সেনাবাহিনী ও তৎকালীন প্রধান প্রতিদ্বন্দ্বী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের হয়ে তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে, যাতে পাকিস্তানকে নিজ স্বার্থে ব্যবহার করতে পারে দেশটি।

মধ্যপ্রাচ্য বিষয়ক ইনস্টিটিউটের বিশেষজ্ঞ আরিফ রফিক বলছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে পাকিস্তানের এ অবস্থান শেষ পর্যন্ত দেশটির গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইএমএফের ঋণ পেতে যুক্তরাষ্ট্রের পরামর্শে ইউক্রেনকে অস্ত্র ও গোলাবারুদ দিয়েছে পাকিস্তান। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে গোপনে একটি চুক্তিও করেছে ইসলামাবাদ।

অস্ত্র চুক্তি সম্পর্কে অবগত দু’টি সূত্রের বরাত দিয়ে ইন্টারসেপ্ট জানিয়েছে, গত বছরের গ্রীষ্ম থেকে এ বছরের বসন্ত পর্যন্ত সময়ে অস্ত্র দেয়ার বিষয়ে সমঝোতা হয়। এছাড়া এসব নথিতে ইউক্রেনকে অস্ত্র দেয়ার বিনিময়ে পাকিস্তান কত অর্থ পাবে, লাইসেন্স, দুই দেশের কর্মকর্তাদের আলোচনাসহ বিস্তারিত সব রয়েছে।

তবে এখন পর্যন্ত পাকিস্তান বা যুক্তরাষ্ট্র কেউই অস্ত্র চুক্তির বিষয়টি স্বীকার করেনি।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে প্রথম ইউক্রেনকে পাকিস্তানের অস্ত্র সরবরাহের বিষয়টি জানানো হয়।

ইকোনমিক টাইমস জানায়, ইউক্রেনকে ট্যাংক ও রকেট ভর্তি ২৩০টি কনটেইনার পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এর বিনিময়ে আইএমএফের ঋণ পেতে পারে দেশটি। যদিও তা অস্বীকার করেছিল পাকিস্তান।

Tag :

Please Share This Post in Your Social Media


ইউক্রেনকে অস্ত্র নিয়ে বড় ঋণ পেলো পাকিস্তান

Update Time : ০৩:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের শর্ত মেনে গোপনে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে ইসলামাবাদ, আর তার বিনিময়েই মিলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন বিস্ফোরক তথ্য।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে অলাভজনক সংবাদমাধ্যমটি দাবি করেছে, সরাসরি না হলেও পরোক্ষভাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে যুক্ত রয়েছে পাকিস্তান।

করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিপাকে পড়ে পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে আর্থিক সংকটে থাকা পাকিস্তানের অর্থনীতি প্রায় ভেঙে পড়ে। অর্থনীতির বেহাল দশা কাটাতে দীর্ঘদিন ধরেই আইএমএফের ঋণ পাওয়ার চেষ্টা করছিল দেশটি। কিন্তু শর্ত নিয়ে দুই পক্ষের মতানৈক্য থাকায় ঋণ অনুমোদনে দেরি হচ্ছিলো।

দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, কয়েক মাসের আলোচনার পর গেলো জুলাই মাসে ৩০০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। শিগগিরই ঋণের প্রথম কিস্তি পেতে যাচ্ছে পাকিস্তান। আর এর মধ্যেই সামনে এলো এ চাঞ্চল্যকর খবর।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তান ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ সমর্থক হিসাবে আবির্ভূত হয়েছে।

ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে ইমরান খান দাবি করেছিলেন, পাকিস্তান সেনাবাহিনী ও তৎকালীন প্রধান প্রতিদ্বন্দ্বী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের হয়ে তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে, যাতে পাকিস্তানকে নিজ স্বার্থে ব্যবহার করতে পারে দেশটি।

মধ্যপ্রাচ্য বিষয়ক ইনস্টিটিউটের বিশেষজ্ঞ আরিফ রফিক বলছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে পাকিস্তানের এ অবস্থান শেষ পর্যন্ত দেশটির গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইএমএফের ঋণ পেতে যুক্তরাষ্ট্রের পরামর্শে ইউক্রেনকে অস্ত্র ও গোলাবারুদ দিয়েছে পাকিস্তান। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে গোপনে একটি চুক্তিও করেছে ইসলামাবাদ।

অস্ত্র চুক্তি সম্পর্কে অবগত দু’টি সূত্রের বরাত দিয়ে ইন্টারসেপ্ট জানিয়েছে, গত বছরের গ্রীষ্ম থেকে এ বছরের বসন্ত পর্যন্ত সময়ে অস্ত্র দেয়ার বিষয়ে সমঝোতা হয়। এছাড়া এসব নথিতে ইউক্রেনকে অস্ত্র দেয়ার বিনিময়ে পাকিস্তান কত অর্থ পাবে, লাইসেন্স, দুই দেশের কর্মকর্তাদের আলোচনাসহ বিস্তারিত সব রয়েছে।

তবে এখন পর্যন্ত পাকিস্তান বা যুক্তরাষ্ট্র কেউই অস্ত্র চুক্তির বিষয়টি স্বীকার করেনি।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে প্রথম ইউক্রেনকে পাকিস্তানের অস্ত্র সরবরাহের বিষয়টি জানানো হয়।

ইকোনমিক টাইমস জানায়, ইউক্রেনকে ট্যাংক ও রকেট ভর্তি ২৩০টি কনটেইনার পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এর বিনিময়ে আইএমএফের ঋণ পেতে পারে দেশটি। যদিও তা অস্বীকার করেছিল পাকিস্তান।