ছয় বিলিয়ন ডলারে পাঁচ নাগরিককে পেলো আমেরিকা

  • Update Time : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / 117

আন্তর্জাতিক ডেস্ক

বন্দি বিনিময়ের অংশ হিসেবে ইরানে বছরের পর বছর ধরে জেলে থাকা পাঁচ মার্কিন নাগরিক নিজ দেশে ফিরে যাচ্ছেন। ইরানের রাজধানী তেহরান থেকে কাতারের একটি জেটে চার পুরুষ ও একজন নারী যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য উড়ে গেছেন। এই পাঁচজনের কাছে ইরানি পাসপোর্টও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স, সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া দেশে ফেরার জন্য বর্তমানে ওই পাঁচ মার্কিন নাগরিক এখন কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

পাঁচ নাগরিককে ফিরে পেতে বড় ধরনের অর্থ দিতে হয়েছে আমেরিকাকে। দক্ষিণ কোরিয়ার কাছে তেল বিক্রি করে ইরানের ছয় বিলিয়ন ডলার পাওনা আটকে দিয়েছিলো সিউল। সেই পাওনা দোহার একটি ব্যাংকে জমা পড়ার পরই, চুক্তি অনুযায়ী আটক পাঁচ মার্কিন নাগরিককে মুক্তি দেয় তেহরান।

Tag :

Please Share This Post in Your Social Media


ছয় বিলিয়ন ডলারে পাঁচ নাগরিককে পেলো আমেরিকা

Update Time : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

বন্দি বিনিময়ের অংশ হিসেবে ইরানে বছরের পর বছর ধরে জেলে থাকা পাঁচ মার্কিন নাগরিক নিজ দেশে ফিরে যাচ্ছেন। ইরানের রাজধানী তেহরান থেকে কাতারের একটি জেটে চার পুরুষ ও একজন নারী যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য উড়ে গেছেন। এই পাঁচজনের কাছে ইরানি পাসপোর্টও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স, সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া দেশে ফেরার জন্য বর্তমানে ওই পাঁচ মার্কিন নাগরিক এখন কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

পাঁচ নাগরিককে ফিরে পেতে বড় ধরনের অর্থ দিতে হয়েছে আমেরিকাকে। দক্ষিণ কোরিয়ার কাছে তেল বিক্রি করে ইরানের ছয় বিলিয়ন ডলার পাওনা আটকে দিয়েছিলো সিউল। সেই পাওনা দোহার একটি ব্যাংকে জমা পড়ার পরই, চুক্তি অনুযায়ী আটক পাঁচ মার্কিন নাগরিককে মুক্তি দেয় তেহরান।