রাশিয়া সফর শেষে দেশের পথে কিমের ট্রেন

  • Update Time : ০৩:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 124

আন্তর্জাতিক ডেস্ক

ছয় দিনের রাশিয়া সফর শেষ করে উত্তর কোরিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রেসিডেন্ট কিম জং উন। রোববার (১৭ সেপ্টেম্বর) রুশ বার্তা সংস্থাগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার রাশিয়ার দূরপ্রাচ্যের শহর আর্টিওমের রেলস্টেশন থেকে উত্তর কোরিয়ার উদ্দেশে কিম জং উনের সাঁজোয়া ট্রেনটি রওনা হয়েছে। রাশিয়ার আর্টিওম শহরের খাসান রেলস্টেশন থেকে উত্তর কোরিয়ার দূরত্ব ২০০ কিলোমিটারের বেশি।

পশ্চিমাদের সতর্কবার্তা সত্ত্বেও গত মঙ্গলবার এবারের রাশিয়া সফর শুরু করেন কিম। গত চার বছরের মধ্যে এটিই তার প্রথম বিদেশ সফর। ২০১৯ সালে সবশেষ বিদেশ সফর করেছিলেন তিনি। সেবারও ট্রেনে করে রাশিয়ার ভ্লাদিভোস্তক শহর সফরে এসেছিলেন কিম।

কিমের রাশিয়া ছাড়ার একটি ভিডিও প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি। ভিডিওতে দেখা যায়, নিজের বুলেটপ্রুফ ট্রেন থেকে রুশ প্রতিনিধিদের হাত নেড়ে বিদায় জানাচ্ছেন কিম।

এর আগে রোববার সকালে বার্তা সংস্থা তাস জানায়, উত্তরের প্রেসিডেন্টকে উপহার হিসেবে পাঁচটি বিস্ফোরক ড্রোন, একটি নজরদাড়ি ড্রোন ও একটি বুলেটপ্রুফ ভেস্ট দিয়েছেন রাশিয়ার আঞ্চলিক গভর্নর। রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী প্রিমোরিয়ে অঞ্চলের এসব উপহার দিয়েছেন।

গতকাল শনিবার ভ্লাদিভোস্তক শহরে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে দেখা করেন তিনি। এ সময় রাশিয়ায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান ও হাইপারসনিক ‘কিনজল’ ক্ষেপণাস্ত্র দেখান রুশ কর্মকর্তারা। এ ছাড়া গত বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন কিম।

কিমের এবারের রাশিয়া সফরের আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছিল, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র সমঝোতা ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হওয়ার বিষয়ে নতুন তথ্য রয়েছে। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি গত সপ্তাহে জানিয়েছিলেন। তবে এ সফরে রাশিয়া ও উত্তর কোরিয়া সামরিক বা অন্য কোনো ক্ষেত্রে চুক্তি সই করেনি বলে জানিয়েছে ক্রেমলিন।

Tag :

Please Share This Post in Your Social Media


রাশিয়া সফর শেষে দেশের পথে কিমের ট্রেন

Update Time : ০৩:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ছয় দিনের রাশিয়া সফর শেষ করে উত্তর কোরিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রেসিডেন্ট কিম জং উন। রোববার (১৭ সেপ্টেম্বর) রুশ বার্তা সংস্থাগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার রাশিয়ার দূরপ্রাচ্যের শহর আর্টিওমের রেলস্টেশন থেকে উত্তর কোরিয়ার উদ্দেশে কিম জং উনের সাঁজোয়া ট্রেনটি রওনা হয়েছে। রাশিয়ার আর্টিওম শহরের খাসান রেলস্টেশন থেকে উত্তর কোরিয়ার দূরত্ব ২০০ কিলোমিটারের বেশি।

পশ্চিমাদের সতর্কবার্তা সত্ত্বেও গত মঙ্গলবার এবারের রাশিয়া সফর শুরু করেন কিম। গত চার বছরের মধ্যে এটিই তার প্রথম বিদেশ সফর। ২০১৯ সালে সবশেষ বিদেশ সফর করেছিলেন তিনি। সেবারও ট্রেনে করে রাশিয়ার ভ্লাদিভোস্তক শহর সফরে এসেছিলেন কিম।

কিমের রাশিয়া ছাড়ার একটি ভিডিও প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি। ভিডিওতে দেখা যায়, নিজের বুলেটপ্রুফ ট্রেন থেকে রুশ প্রতিনিধিদের হাত নেড়ে বিদায় জানাচ্ছেন কিম।

এর আগে রোববার সকালে বার্তা সংস্থা তাস জানায়, উত্তরের প্রেসিডেন্টকে উপহার হিসেবে পাঁচটি বিস্ফোরক ড্রোন, একটি নজরদাড়ি ড্রোন ও একটি বুলেটপ্রুফ ভেস্ট দিয়েছেন রাশিয়ার আঞ্চলিক গভর্নর। রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী প্রিমোরিয়ে অঞ্চলের এসব উপহার দিয়েছেন।

গতকাল শনিবার ভ্লাদিভোস্তক শহরে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে দেখা করেন তিনি। এ সময় রাশিয়ায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান ও হাইপারসনিক ‘কিনজল’ ক্ষেপণাস্ত্র দেখান রুশ কর্মকর্তারা। এ ছাড়া গত বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন কিম।

কিমের এবারের রাশিয়া সফরের আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছিল, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র সমঝোতা ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হওয়ার বিষয়ে নতুন তথ্য রয়েছে। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি গত সপ্তাহে জানিয়েছিলেন। তবে এ সফরে রাশিয়া ও উত্তর কোরিয়া সামরিক বা অন্য কোনো ক্ষেত্রে চুক্তি সই করেনি বলে জানিয়েছে ক্রেমলিন।