পাঁচ তুর্কি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

  • Update Time : ১২:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 98

আন্তর্জাতিক ডেস্ক

নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। রাশিয়ার ওপর আরোপিত অবরোধ এড়াতে সহায়তা করা ও মস্কোকে সমর্থনের জন্য স্থানীয় সময় গত বৃহস্পতিবার তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রয়টার্স জানায়, নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো জাহাজ নির্মাণ ও বাণিজ্য-সংশ্লিষ্ট, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজ সংস্কারে সহায়তার অভিযোগ রয়েছে।

এ পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্ক কতটা প্রভাবিত হবে, তা অনুমান করা যাচ্ছে না। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের সম্পর্ক অনেকদিন থেকেই খুব একটা ভালো চলছে না। এরদোয়ানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুসম্পর্ক রয়েছে বলেও জানা যায়।

তবে ন্যাটো জোটভুক্ত দেশ তুরস্কের সাম্প্রতিক নির্বাচনে এরদোয়ান জয়ী হওয়ার পর বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন, যেগুলো ছিল সরাসরি রাশিয়াবিরোধী। এর মধ্যে রয়েছে ফিনল্যান্ড, সুইডেনকে ন্যাটো জোটে সমর্থন।

নির্বাচনের পর তুরস্ক সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরকালে তার ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহকেও জোরালো সমর্থন করেছেন এরদোয়ান।

Tag :

Please Share This Post in Your Social Media


পাঁচ তুর্কি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

Update Time : ১২:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। রাশিয়ার ওপর আরোপিত অবরোধ এড়াতে সহায়তা করা ও মস্কোকে সমর্থনের জন্য স্থানীয় সময় গত বৃহস্পতিবার তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রয়টার্স জানায়, নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো জাহাজ নির্মাণ ও বাণিজ্য-সংশ্লিষ্ট, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজ সংস্কারে সহায়তার অভিযোগ রয়েছে।

এ পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্ক কতটা প্রভাবিত হবে, তা অনুমান করা যাচ্ছে না। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের সম্পর্ক অনেকদিন থেকেই খুব একটা ভালো চলছে না। এরদোয়ানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুসম্পর্ক রয়েছে বলেও জানা যায়।

তবে ন্যাটো জোটভুক্ত দেশ তুরস্কের সাম্প্রতিক নির্বাচনে এরদোয়ান জয়ী হওয়ার পর বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন, যেগুলো ছিল সরাসরি রাশিয়াবিরোধী। এর মধ্যে রয়েছে ফিনল্যান্ড, সুইডেনকে ন্যাটো জোটে সমর্থন।

নির্বাচনের পর তুরস্ক সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরকালে তার ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহকেও জোরালো সমর্থন করেছেন এরদোয়ান।