মেক্সিকো: ১৭ অভিবাসনপ্রত্যাশীকে হত্যায় ১১ পুলিশ জড়িত

  • Update Time : ১১:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 127

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে ১৭ অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে ও পুড়িয়ে হত্যার সাথে মেক্সিকো পুলিশের ১১ জন সাবেক কর্মকর্তা জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মেক্সিকোর কৌঁসুলি কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ওই ১১ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে অন্য এক কর্মকর্তা দোষী সাব্যস্ত হয়েছেন।

তিন মাসেরও বেশি সময় ধরে চলেছে এ মামলার বিচারপ্রক্রিয়া।

বিচারক প্যাট্রিসিও লুগো জারামিলোর রায়ে বলা হয়েছে, সাবেক ওই পুলিশ কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে।

২০২১ সালের ২১ জানুয়ারি মেক্সিকোর তামাউলিপাস প্রদেশে যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে গুয়াতেমালার ১৬ ও হন্ডুরাসের এক অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যা করা হয়। পরে তাদের পোড়া মরদেহ একটি ট্রাক থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রথমে ১২ জন পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হলেও তাদের মধ্যে একজন তদন্তে সহযোগিতা করায় তার বিরুদ্ধে অভিযোগ কিছুটা শিথিল করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


মেক্সিকো: ১৭ অভিবাসনপ্রত্যাশীকে হত্যায় ১১ পুলিশ জড়িত

Update Time : ১১:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে ১৭ অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে ও পুড়িয়ে হত্যার সাথে মেক্সিকো পুলিশের ১১ জন সাবেক কর্মকর্তা জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মেক্সিকোর কৌঁসুলি কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ওই ১১ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে অন্য এক কর্মকর্তা দোষী সাব্যস্ত হয়েছেন।

তিন মাসেরও বেশি সময় ধরে চলেছে এ মামলার বিচারপ্রক্রিয়া।

বিচারক প্যাট্রিসিও লুগো জারামিলোর রায়ে বলা হয়েছে, সাবেক ওই পুলিশ কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে।

২০২১ সালের ২১ জানুয়ারি মেক্সিকোর তামাউলিপাস প্রদেশে যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে গুয়াতেমালার ১৬ ও হন্ডুরাসের এক অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যা করা হয়। পরে তাদের পোড়া মরদেহ একটি ট্রাক থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রথমে ১২ জন পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হলেও তাদের মধ্যে একজন তদন্তে সহযোগিতা করায় তার বিরুদ্ধে অভিযোগ কিছুটা শিথিল করা হয়।