নয়াদিল্লিতে আটকা পড়েছেন জাস্টিন ট্রুডো

  • Update Time : ০২:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • / 112

আন্তর্জাতিক ডেস্কঃ

বিমানে ত্রুটি থাকায় নয়াদিল্লিতে আটকা পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতে একদিন বেশি থাকতে হচ্ছে ট্রুডোর। তবে ত্রুটিযুক্ত বিমান কখন ঠিক হবে, তা জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে কানাডিয়ান কর্তৃপক্ষ।

জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন শেষ করে রোববারই ভারত ছেড়েছেন বিশ্বনেতারা। তবে দেশে ফিরতে পারেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আটকা পড়েছেন দিল্লিতে। তার সঙ্গে আটকা পড়েছেন ভারত সফরে আসা প্রতিনিধিরাও। কারণ হিসেবে বলা হচ্ছে ট্রুডোকে বহনকারী বিমানে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আরও একদিন দিল্লিতে থাকতে হচ্ছে।

কানাডিয়ান কর্তৃপক্ষ বলছে, দুদিনের সম্মেলন রোববার শেষ হওয়ায় ওইদিনই দেশে ফেরার পরিকল্পনা ছিল। ভারতের স্বাধীনতার মহানায়ক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে তাকে ভারতে থাকতে হচ্ছে আরও একদিন।

এ বিষয়ে দিল্লির কানাডিয়ান হাইকমিশন বলছে, বিমানটি পরিচালনার দায়িত্বে রয়েছে তাদের বিমানবাহিনীর প্রতিনিধি দল। প্রযুক্তিগত সমস্যার কারণে উড্ডয়ন করা সম্ভব হচ্ছে না। এমনকি রাতারাতি এই সমস্যা সমাধান না পাওয়ায় আটকা পড়েছেন ট্রুডো।

কানাডার বিভিন্ন গণমাধ্যম ফলাও করে প্রচার করছে ট্রুডোর এই পরিস্থিতি। বিমানটি কখন সচল হবে সেই বিষয়ে অবশ্য এখনো পরিষ্কার কোনো ধারণা বা তথ্য পাওয়া যায়নি। জানানো হয়, বিমানটিতে এমন ত্রুটি আগে কখনো ধরা পড়েনি। এই প্রথম এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে বিমানটি। কানাডিয়ান বিমানবাহিনী বলছে, খুব দ্রুতই মেরামতের চেষ্টা করা হচ্ছে।

এমন সমস্যায় পড়া বিশ্বনেতাদের মধ্যে ট্রুডোই একমাত্র বিশ্বনেতা নয়। এর আগেও অনেকে এই সসম্যায় পড়েছেন। গত আগস্টে বিমান নিয়ে এমন ভোগান্তিতে পড়েন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া গত জুনে চীন সফরের সময় এমন বিপাকে পড়েন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিসকিন্স।

Tag :

Please Share This Post in Your Social Media


নয়াদিল্লিতে আটকা পড়েছেন জাস্টিন ট্রুডো

Update Time : ০২:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

বিমানে ত্রুটি থাকায় নয়াদিল্লিতে আটকা পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতে একদিন বেশি থাকতে হচ্ছে ট্রুডোর। তবে ত্রুটিযুক্ত বিমান কখন ঠিক হবে, তা জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে কানাডিয়ান কর্তৃপক্ষ।

জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন শেষ করে রোববারই ভারত ছেড়েছেন বিশ্বনেতারা। তবে দেশে ফিরতে পারেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আটকা পড়েছেন দিল্লিতে। তার সঙ্গে আটকা পড়েছেন ভারত সফরে আসা প্রতিনিধিরাও। কারণ হিসেবে বলা হচ্ছে ট্রুডোকে বহনকারী বিমানে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আরও একদিন দিল্লিতে থাকতে হচ্ছে।

কানাডিয়ান কর্তৃপক্ষ বলছে, দুদিনের সম্মেলন রোববার শেষ হওয়ায় ওইদিনই দেশে ফেরার পরিকল্পনা ছিল। ভারতের স্বাধীনতার মহানায়ক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে তাকে ভারতে থাকতে হচ্ছে আরও একদিন।

এ বিষয়ে দিল্লির কানাডিয়ান হাইকমিশন বলছে, বিমানটি পরিচালনার দায়িত্বে রয়েছে তাদের বিমানবাহিনীর প্রতিনিধি দল। প্রযুক্তিগত সমস্যার কারণে উড্ডয়ন করা সম্ভব হচ্ছে না। এমনকি রাতারাতি এই সমস্যা সমাধান না পাওয়ায় আটকা পড়েছেন ট্রুডো।

কানাডার বিভিন্ন গণমাধ্যম ফলাও করে প্রচার করছে ট্রুডোর এই পরিস্থিতি। বিমানটি কখন সচল হবে সেই বিষয়ে অবশ্য এখনো পরিষ্কার কোনো ধারণা বা তথ্য পাওয়া যায়নি। জানানো হয়, বিমানটিতে এমন ত্রুটি আগে কখনো ধরা পড়েনি। এই প্রথম এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে বিমানটি। কানাডিয়ান বিমানবাহিনী বলছে, খুব দ্রুতই মেরামতের চেষ্টা করা হচ্ছে।

এমন সমস্যায় পড়া বিশ্বনেতাদের মধ্যে ট্রুডোই একমাত্র বিশ্বনেতা নয়। এর আগেও অনেকে এই সসম্যায় পড়েছেন। গত আগস্টে বিমান নিয়ে এমন ভোগান্তিতে পড়েন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া গত জুনে চীন সফরের সময় এমন বিপাকে পড়েন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিসকিন্স।