আবারও ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো

  • Update Time : ০৬:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / 131

আন্তর্জাতিক ডেস্ক

মরক্কোয় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (১০ সেপ্টেম্বর) ৩ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। খবর আলজাজিরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মারাকেশ শহর থেকে আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর গভীরতা ভূমি থেকে ১০ কিলোমিটার নিচে।

এর আগে গত শুক্রবার শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। এরই মধ্যে এই ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

তখন ইউএসজিএস জানায়, শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আটলাস পর্বতমালার ওকাইমেডিনের স্কি রিসোর্টের কাছে। এ জায়গাটি দেশের চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মারাকেশ শহরই।

মরক্কোর কর্তৃপক্ষ বলছে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ১২ জন নিহত এবং এক হাজার ৪০৪ জন গুরুতর আহত হয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যে কোনো প্রাকৃতিক দুর্যোগের প্রথম ৭২ ঘণ্টা জীবিতদের উদ্ধারের ‘সুবর্ণ সময়’। এই কথাটি মাথায় রেখেই যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধারকাজ করছেন উদ্ধারকর্মীরা। তাদের লক্ষ্য একটাই যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও আহতদের উদ্ধার করা।

এদিকে শুক্রবারের মতো শনিবার রাতও খোলা আকাশের নিচে কাটিয়েছেন মারাকেশ শহরের বাসিন্দারা। ভূমিকম্পপরবর্তী পরাঘাতের বিষয়ে সতর্কতা জারি থাকায় তারা নিজ নিজ ঘরে ফিরতে পারছেন না।

Tag :

Please Share This Post in Your Social Media


আবারও ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো

Update Time : ০৬:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

মরক্কোয় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (১০ সেপ্টেম্বর) ৩ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। খবর আলজাজিরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মারাকেশ শহর থেকে আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর গভীরতা ভূমি থেকে ১০ কিলোমিটার নিচে।

এর আগে গত শুক্রবার শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। এরই মধ্যে এই ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

তখন ইউএসজিএস জানায়, শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আটলাস পর্বতমালার ওকাইমেডিনের স্কি রিসোর্টের কাছে। এ জায়গাটি দেশের চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মারাকেশ শহরই।

মরক্কোর কর্তৃপক্ষ বলছে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ১২ জন নিহত এবং এক হাজার ৪০৪ জন গুরুতর আহত হয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যে কোনো প্রাকৃতিক দুর্যোগের প্রথম ৭২ ঘণ্টা জীবিতদের উদ্ধারের ‘সুবর্ণ সময়’। এই কথাটি মাথায় রেখেই যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধারকাজ করছেন উদ্ধারকর্মীরা। তাদের লক্ষ্য একটাই যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও আহতদের উদ্ধার করা।

এদিকে শুক্রবারের মতো শনিবার রাতও খোলা আকাশের নিচে কাটিয়েছেন মারাকেশ শহরের বাসিন্দারা। ভূমিকম্পপরবর্তী পরাঘাতের বিষয়ে সতর্কতা জারি থাকায় তারা নিজ নিজ ঘরে ফিরতে পারছেন না।