সরকারনিয়ন্ত্রিত অঞ্চলে বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

  • Update Time : ১১:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / 105

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে সরকারনিয়ন্ত্রিত অঞ্চলে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দুই সপ্তাহ আগে দক্ষিণ সিরিয়ায় এই বিক্ষোভ শুরু হলেও দ্রুতই তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।

গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শুক্রবার সরকারনিয়ন্ত্রিত সুইদা প্রদেশে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘বাশার হটাও, সিরিয়া মুক্ত করো’ এ ধরনের সরকারবিরোধী স্লোগানে রাজপথ মুখরিত করেন।

গৃহযুদ্ধের পর থেকেই চরম অর্থনৈতিক সংকটে নিমজ্জিত সিরিয়া। সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। গৃহযুদ্ধ শুরুর আগে যেখানে ডলারের বিপরীতে প্রতি সিরিয়ান পাউন্ডের দাম ছিল ৪৭ পাউন্ড। ১২ বছর পর বর্তমানে সেই পাউন্ড লেনদেন হচ্ছে সাড়ে ১৫ হাজারে।

এমন পরিস্থিতিতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও যুদ্ধবিধ্বস্ত দেশের চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। তবে তা দ্রুতই আল-আসাদ সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে।

সরকারনিয়ন্ত্রিত সুইদা প্রদেশে মূলত সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের মানুষ বসবান করেন। আল-আসাদ ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে বরাবরই নিরপেক্ষ অবস্থানে রয়েছে তারা। ফলে সরকারনিয়ন্ত্রিত এই এলাকায় বিক্ষোভের ঘটনা বিরল।

এদিকে শুক্রবারের সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে দ্রুজ নেতারা। আল-আসাদের পদত্যাগের দাবি জানানোয় বিক্ষোভকারীদের সমালোচনা করেছেন কয়েকজন দ্রুজ নেতা। তারা বলছেন, আলাপ-আলোচনার মাধ্যমে আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন হতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media


সরকারনিয়ন্ত্রিত অঞ্চলে বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

Update Time : ১১:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে সরকারনিয়ন্ত্রিত অঞ্চলে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দুই সপ্তাহ আগে দক্ষিণ সিরিয়ায় এই বিক্ষোভ শুরু হলেও দ্রুতই তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।

গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শুক্রবার সরকারনিয়ন্ত্রিত সুইদা প্রদেশে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘বাশার হটাও, সিরিয়া মুক্ত করো’ এ ধরনের সরকারবিরোধী স্লোগানে রাজপথ মুখরিত করেন।

গৃহযুদ্ধের পর থেকেই চরম অর্থনৈতিক সংকটে নিমজ্জিত সিরিয়া। সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। গৃহযুদ্ধ শুরুর আগে যেখানে ডলারের বিপরীতে প্রতি সিরিয়ান পাউন্ডের দাম ছিল ৪৭ পাউন্ড। ১২ বছর পর বর্তমানে সেই পাউন্ড লেনদেন হচ্ছে সাড়ে ১৫ হাজারে।

এমন পরিস্থিতিতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও যুদ্ধবিধ্বস্ত দেশের চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। তবে তা দ্রুতই আল-আসাদ সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে।

সরকারনিয়ন্ত্রিত সুইদা প্রদেশে মূলত সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের মানুষ বসবান করেন। আল-আসাদ ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে বরাবরই নিরপেক্ষ অবস্থানে রয়েছে তারা। ফলে সরকারনিয়ন্ত্রিত এই এলাকায় বিক্ষোভের ঘটনা বিরল।

এদিকে শুক্রবারের সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে দ্রুজ নেতারা। আল-আসাদের পদত্যাগের দাবি জানানোয় বিক্ষোভকারীদের সমালোচনা করেছেন কয়েকজন দ্রুজ নেতা। তারা বলছেন, আলাপ-আলোচনার মাধ্যমে আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন হতে পারে।