হংকংয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সর্বোচ্চ সতর্কবার্তা

  • Update Time : ০৯:৪৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • / 129

আন্তর্জাতিক ডেস্ক

চীনের অন্যতম ব্যবসায়িক নগরী হংকংয়ের দিকে ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড়। এ জন্য দেশটির এ অঞ্চলে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর হংকং ও গুয়াংডং প্রদেশে ঘূর্ণিঝড় সাওলা ২০০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। এ জন্য বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে।

চীনের আবহাওয়া পূর্বাভাস সংস্থা এ ঘূর্ণিঝড়ের জন্য সকাল ৬টায় লাল সতর্কতা জারি করেছে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বর্তমানে সাওলা গুয়াংডং প্রদেশ থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এটি ধীরে ধীরে দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। ক্রমে এটি গুয়াংডং প্রদেশ অতিক্রম করে তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তবে বৃহস্পতিবার বিকেলে এটির বাতাসের বেগ ছিল ২০৯ কিলোমিটার।

আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সাওলা শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে হংকং ও গুয়াংডংয়ের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ১৯৪৯ সাল থেকে এ পর্যন্ত গুয়াংডংয়ে আঘাত হানা শক্তিশালী পাঁচটি ঘূর্ণিঝড়ের একটি এটি।
হংকংয়ের সরকার জানিয়েছে, শহরে ভয়ংকর ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবার দুপর ২টা থেকে ৫টা পর্যন্ত ৮ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শহরের সব ব্যবসা কেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া শহরের সব স্কুলও বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘূর্ণিঝড় সাওলার কারণে শুক্রবার দুপুর থেকে শেনজেন বাওয়ান বিমানবন্দরের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি নিরাপদ মনে হলে দ্রুতই আবার বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

Please Share This Post in Your Social Media


হংকংয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সর্বোচ্চ সতর্কবার্তা

Update Time : ০৯:৪৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

চীনের অন্যতম ব্যবসায়িক নগরী হংকংয়ের দিকে ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড়। এ জন্য দেশটির এ অঞ্চলে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর হংকং ও গুয়াংডং প্রদেশে ঘূর্ণিঝড় সাওলা ২০০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। এ জন্য বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে।

চীনের আবহাওয়া পূর্বাভাস সংস্থা এ ঘূর্ণিঝড়ের জন্য সকাল ৬টায় লাল সতর্কতা জারি করেছে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বর্তমানে সাওলা গুয়াংডং প্রদেশ থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এটি ধীরে ধীরে দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। ক্রমে এটি গুয়াংডং প্রদেশ অতিক্রম করে তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তবে বৃহস্পতিবার বিকেলে এটির বাতাসের বেগ ছিল ২০৯ কিলোমিটার।

আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সাওলা শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে হংকং ও গুয়াংডংয়ের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ১৯৪৯ সাল থেকে এ পর্যন্ত গুয়াংডংয়ে আঘাত হানা শক্তিশালী পাঁচটি ঘূর্ণিঝড়ের একটি এটি।
হংকংয়ের সরকার জানিয়েছে, শহরে ভয়ংকর ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবার দুপর ২টা থেকে ৫টা পর্যন্ত ৮ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শহরের সব ব্যবসা কেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া শহরের সব স্কুলও বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘূর্ণিঝড় সাওলার কারণে শুক্রবার দুপুর থেকে শেনজেন বাওয়ান বিমানবন্দরের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি নিরাপদ মনে হলে দ্রুতই আবার বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।