পশ্চিমবঙ্গে বাড়ছে ডেঙ্গু, এক মাসে আক্রান্ত দশ হাজার

  • Update Time : ১২:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / 136

আন্তর্জাতিক ডেস্ক

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুধু অগস্ট মাসেই এডিস মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে অন্তত দশ হাজার মানুষ।

রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে মঙ্গলবার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, গত জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে ডেঙ্গু রোগী ছিলো তিন হাজার তিনশ’ ৬৯ জন। মাত্র এক মাসের ব্যবধানে রোগী বেড়ে হয়েছে ১৩ হাজার।

সংশ্লিষ্টরা জানান, অগস্টের শুরু থেকেই রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ক্রমেই তা মাথাচাড়া দিচ্ছে। এ বছরের ৩৩ ও ৩৪তম সপ্তাহে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে।

চিকিৎসকরা বলছেন, গত বছরও অগস্ট মাসেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছিল। রাজ্যে এখন পর্যন্ত ভারী বৃষ্টি না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে নদিয়া জেলায়। কিন্তু অগস্টের মাঝামাঝি সময় থেকে নদিয়াকে ছাড়িয়ে যায় উত্তর ২৪ পরগনা। সেখানে মোট আক্রান্ত প্রায় চার হাজার। ওই জেলার সব থেকে বেশি আক্রান্ত রয়েছে বিধাননগরে। তার পরেই আছে দক্ষিণ দমদম। তবে কলকাতায় আক্রান্তের সংখ্যা এখনও হাজারের ঘরে প্রবেশ করেনি।

Tag :

Please Share This Post in Your Social Media


পশ্চিমবঙ্গে বাড়ছে ডেঙ্গু, এক মাসে আক্রান্ত দশ হাজার

Update Time : ১২:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুধু অগস্ট মাসেই এডিস মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে অন্তত দশ হাজার মানুষ।

রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে মঙ্গলবার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, গত জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে ডেঙ্গু রোগী ছিলো তিন হাজার তিনশ’ ৬৯ জন। মাত্র এক মাসের ব্যবধানে রোগী বেড়ে হয়েছে ১৩ হাজার।

সংশ্লিষ্টরা জানান, অগস্টের শুরু থেকেই রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ক্রমেই তা মাথাচাড়া দিচ্ছে। এ বছরের ৩৩ ও ৩৪তম সপ্তাহে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে।

চিকিৎসকরা বলছেন, গত বছরও অগস্ট মাসেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছিল। রাজ্যে এখন পর্যন্ত ভারী বৃষ্টি না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে নদিয়া জেলায়। কিন্তু অগস্টের মাঝামাঝি সময় থেকে নদিয়াকে ছাড়িয়ে যায় উত্তর ২৪ পরগনা। সেখানে মোট আক্রান্ত প্রায় চার হাজার। ওই জেলার সব থেকে বেশি আক্রান্ত রয়েছে বিধাননগরে। তার পরেই আছে দক্ষিণ দমদম। তবে কলকাতায় আক্রান্তের সংখ্যা এখনও হাজারের ঘরে প্রবেশ করেনি।