বিদেশে থাকা নাগরিকদের জন্য সীমান্ত খুলে দিলো উত্তর কোরিয়া

  • Update Time : ১২:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / 107

আন্তর্জাতিক ডেস্ক

বিদেশে বসবাসরত উত্তর কোরিয়ার নাগরিকদের জন্যে পুনরায় দেশটির সীমান্ত খুলে দিয়েছে কিম প্রশাসন।

রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে একথা জানিয়েছে। করোনা মহামারি মোকাবেলায় এতোদিন কঠোর অবস্থানে ছিল দেশটি। এমনকি বিদেশে বসবাসরত নিজ দেশের নাগরিকদের জন্যও বন্ধ ছিলো সীমান্ত।

দেশটির স্টেট ইমার্জেন্সি প্রিভেনশান হেডকোয়াটার্সের ঘোষণায় বলা হয়েছে, করোনা মহামারির কঠোর বিধিনিষেধের কারণে উত্তর কোরিয়ার নাগরিক যারা বিদেশে অবস্থান করছিলেন, তাদের দেশে ফেরার অনুমতি দেয়া হয়েছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যারা দেশে ফিরে আসবেন তাদের কোয়ারেন্টিন ওয়ার্ডে এক সপ্তাহের মেডিকেল পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে গত সপ্তাহে ক্রীড়াবিদদের একটি প্রতিনিধি দলকে কাজাখস্তানে একটি তায়কোয়ান্দো প্রতিযোগিতায় যোগদানের অনুমতি দেয়া হয়। একই সময়ে তিন বছর পর প্রথমবারের মতো চালু হয় রাষ্ট্রীয় সংস্থা এয়ার কোরিও এর আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট।

করোনা মহামারি মোকাবেলার লক্ষ্যে ২০২০ সালের শুরুর দিকেই সীমান্ত বন্ধ করে দিয়েছিল দেশটি।

Tag :

Please Share This Post in Your Social Media


বিদেশে থাকা নাগরিকদের জন্য সীমান্ত খুলে দিলো উত্তর কোরিয়া

Update Time : ১২:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

বিদেশে বসবাসরত উত্তর কোরিয়ার নাগরিকদের জন্যে পুনরায় দেশটির সীমান্ত খুলে দিয়েছে কিম প্রশাসন।

রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে একথা জানিয়েছে। করোনা মহামারি মোকাবেলায় এতোদিন কঠোর অবস্থানে ছিল দেশটি। এমনকি বিদেশে বসবাসরত নিজ দেশের নাগরিকদের জন্যও বন্ধ ছিলো সীমান্ত।

দেশটির স্টেট ইমার্জেন্সি প্রিভেনশান হেডকোয়াটার্সের ঘোষণায় বলা হয়েছে, করোনা মহামারির কঠোর বিধিনিষেধের কারণে উত্তর কোরিয়ার নাগরিক যারা বিদেশে অবস্থান করছিলেন, তাদের দেশে ফেরার অনুমতি দেয়া হয়েছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যারা দেশে ফিরে আসবেন তাদের কোয়ারেন্টিন ওয়ার্ডে এক সপ্তাহের মেডিকেল পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে গত সপ্তাহে ক্রীড়াবিদদের একটি প্রতিনিধি দলকে কাজাখস্তানে একটি তায়কোয়ান্দো প্রতিযোগিতায় যোগদানের অনুমতি দেয়া হয়। একই সময়ে তিন বছর পর প্রথমবারের মতো চালু হয় রাষ্ট্রীয় সংস্থা এয়ার কোরিও এর আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট।

করোনা মহামারি মোকাবেলার লক্ষ্যে ২০২০ সালের শুরুর দিকেই সীমান্ত বন্ধ করে দিয়েছিল দেশটি।