বিশাল মহড়ার আয়োজন করছে চীন-পাকিস্তান

  • Update Time : ১০:৪৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / 118

আন্তর্জাতিক ডেস্ক

চীন ও পাকিস্তানের বিমানবাহিনী যৌথ মহড়ার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরনা।

এক বিবৃতিতে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের বিমানবাহিনীকে যৌথ মহড়ায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে চীন। যৌথ এই মহড়ার নাম শাহিন-১০। চলতি মাসের শেষে শুরু হয়ে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে।

২০১১ সাল থেকেই শাহিন নামের এই যৌথ মহড়ার আয়োজন করে আসছে চীন ও পাকিস্তান। এর আগে ২০২০ সালে পাকিস্তান এ যৌথ মহড়ার আয়োজন করেছিল।

এ ছাড়া পাকিস্তান সফরের সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চুক্তি স্বাক্ষর করেছিলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু।

সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তান ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে অনন্য বলে অভিহিত করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। দুদেশের সেনাবাহিনী অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি।

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media


বিশাল মহড়ার আয়োজন করছে চীন-পাকিস্তান

Update Time : ১০:৪৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

চীন ও পাকিস্তানের বিমানবাহিনী যৌথ মহড়ার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরনা।

এক বিবৃতিতে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের বিমানবাহিনীকে যৌথ মহড়ায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে চীন। যৌথ এই মহড়ার নাম শাহিন-১০। চলতি মাসের শেষে শুরু হয়ে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে।

২০১১ সাল থেকেই শাহিন নামের এই যৌথ মহড়ার আয়োজন করে আসছে চীন ও পাকিস্তান। এর আগে ২০২০ সালে পাকিস্তান এ যৌথ মহড়ার আয়োজন করেছিল।

এ ছাড়া পাকিস্তান সফরের সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চুক্তি স্বাক্ষর করেছিলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু।

সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তান ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে অনন্য বলে অভিহিত করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। দুদেশের সেনাবাহিনী অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি।

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।