ব্রিকসের সদস্য হচ্ছে আরও ৬ দেশ

  • Update Time : ০৩:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / 126

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলছে ব্রিকস শীর্ষ সম্মেলন। যেখানে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দেশ ছয়টি হলো- আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এই দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয় বলে নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিরিল রামাফোসা জানিয়েছেন, ব্রিকসের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। নতুন এই ৬ দেশকে সদস্য হিসেবে গ্রহণ করার পর জোটের নতুন সদস্য সংখ্যা হবে ১১টি।

গত ২৩ আগস্ট শীর্ষ এই সম্মেলন শুরু হয়। আজ এই সম্মেলনের শেষ দিন। সম্মেলনটিতে আলোচনার প্রধান ইস্যুই ছিল জোটের সম্প্রসারণ। যেখানে সবাই একাত্ম পোষণ করলেও ব্রাজিলের পক্ষ থেকে দ্বিমত পোষণ করা হয়েছিল।

সম্মেলনটিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। গতকাল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্থানীয় হোটেল হিলটন স্যান্ডটনে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী কোভিড মহামারির সময় চীনের অমূল্য সমর্থন, বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা তুলে ধরেন। সেই সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত করেছে বলেও তিনি জানান। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ব্রিকসের সদস্য হচ্ছে আরও ৬ দেশ

Update Time : ০৩:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলছে ব্রিকস শীর্ষ সম্মেলন। যেখানে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দেশ ছয়টি হলো- আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এই দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয় বলে নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিরিল রামাফোসা জানিয়েছেন, ব্রিকসের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। নতুন এই ৬ দেশকে সদস্য হিসেবে গ্রহণ করার পর জোটের নতুন সদস্য সংখ্যা হবে ১১টি।

গত ২৩ আগস্ট শীর্ষ এই সম্মেলন শুরু হয়। আজ এই সম্মেলনের শেষ দিন। সম্মেলনটিতে আলোচনার প্রধান ইস্যুই ছিল জোটের সম্প্রসারণ। যেখানে সবাই একাত্ম পোষণ করলেও ব্রাজিলের পক্ষ থেকে দ্বিমত পোষণ করা হয়েছিল।

সম্মেলনটিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। গতকাল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্থানীয় হোটেল হিলটন স্যান্ডটনে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী কোভিড মহামারির সময় চীনের অমূল্য সমর্থন, বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা তুলে ধরেন। সেই সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত করেছে বলেও তিনি জানান। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।