থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন

  • Update Time : ১১:১৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • / 142

আন্তর্জাতিক ডেস্কঃ

অবশেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আসনে বসলেন দেশটির শীর্ষ আবাসন ব্যবসায়ী স্রেথা থাভিসিন। দেশটির আইনপ্রণেতারা নতুন এই প্রধানমন্ত্রীকে নির্বাচন করেছেন। এর মাধ্যমে দেশটির তিন মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পেয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। ৩শ’ ৭৪ জনেরও বেশি আইনপ্রণেতা পার্লামেন্টে স্রেথ থাভিসিনের পক্ষে ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী হতে তার ৩শ’ ৭৪টি ভোটই প্রয়োজন ছিল।

পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এই বিজনেস টাইকুন।

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ফেউ থাই পার্টি থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন থাভিসিন। এর মাধ্যমে থাইল্যান্ডের ৩০তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।

গত মে থাইল্যান্ডে জাতীয় নির্বাচনে মুভ ফরোয়ার্ড পার্টির কাছে পরাজিত হয় পপুলিস্ট ফেউ থাই পার্টি। তবে, দলটি থেকে কেউ প্রধানমন্ত্রীর পদ পেতে সামরিকপন্থী ও রাজকীয় সিনেটরদের কাছ থেকে সমর্থন নিতে পারেননি।

এরপরেই ফেউ থাইয়ের সঙ্গে জোট করে এমএফপি।

এদিকে, ১৫ বছর নির্বাসনে থাকার পর মঙ্গলবার দেশে ফিরে আসেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বিমানবন্দরকে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন

Update Time : ১১:১৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

অবশেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আসনে বসলেন দেশটির শীর্ষ আবাসন ব্যবসায়ী স্রেথা থাভিসিন। দেশটির আইনপ্রণেতারা নতুন এই প্রধানমন্ত্রীকে নির্বাচন করেছেন। এর মাধ্যমে দেশটির তিন মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পেয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। ৩শ’ ৭৪ জনেরও বেশি আইনপ্রণেতা পার্লামেন্টে স্রেথ থাভিসিনের পক্ষে ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী হতে তার ৩শ’ ৭৪টি ভোটই প্রয়োজন ছিল।

পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এই বিজনেস টাইকুন।

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ফেউ থাই পার্টি থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন থাভিসিন। এর মাধ্যমে থাইল্যান্ডের ৩০তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।

গত মে থাইল্যান্ডে জাতীয় নির্বাচনে মুভ ফরোয়ার্ড পার্টির কাছে পরাজিত হয় পপুলিস্ট ফেউ থাই পার্টি। তবে, দলটি থেকে কেউ প্রধানমন্ত্রীর পদ পেতে সামরিকপন্থী ও রাজকীয় সিনেটরদের কাছ থেকে সমর্থন নিতে পারেননি।

এরপরেই ফেউ থাইয়ের সঙ্গে জোট করে এমএফপি।

এদিকে, ১৫ বছর নির্বাসনে থাকার পর মঙ্গলবার দেশে ফিরে আসেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বিমানবন্দরকে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।