ইউক্রেনের হামলায় রুশ সুপারসনিক বোমারু বিমান ধ্বংস

  • Update Time : ১১:১৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / 144

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সামাজিক মাধ্যমে এ ঘটনার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। এসব বিশ্লেষণ করে বিবিসি জানিয়েছে, ছবিতে সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে অবস্থিত সোলটসি-২ বিমানঘাঁটিতে একটি টুপোলেভ টু-২২ বিমানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

মস্কো বলেছে, ইউক্রেনের ড্রোন হামলায় একটি বিমান ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছে। তবে ইউক্রেন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলে আক্রমণকারী দু’টি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের দাবি, ইউক্রেন সীমান্তের উত্তর-পূর্বে ব্রায়ানস্ক অঞ্চলে আরও দুটি ড্রোন আটক করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার পরপরই মস্কোর তিনটি বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছিল।

ধ্বংস হওয়া রাশিয়ান টু-২২ সিরিজের বোমারু বিমানগুলো শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটতে পারে। ইউক্রেনের শহরগুলোতে আক্রমণ চালানোর জন্য এই বিমান ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া।

Tag :

Please Share This Post in Your Social Media


ইউক্রেনের হামলায় রুশ সুপারসনিক বোমারু বিমান ধ্বংস

Update Time : ১১:১৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সামাজিক মাধ্যমে এ ঘটনার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। এসব বিশ্লেষণ করে বিবিসি জানিয়েছে, ছবিতে সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে অবস্থিত সোলটসি-২ বিমানঘাঁটিতে একটি টুপোলেভ টু-২২ বিমানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

মস্কো বলেছে, ইউক্রেনের ড্রোন হামলায় একটি বিমান ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছে। তবে ইউক্রেন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলে আক্রমণকারী দু’টি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের দাবি, ইউক্রেন সীমান্তের উত্তর-পূর্বে ব্রায়ানস্ক অঞ্চলে আরও দুটি ড্রোন আটক করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার পরপরই মস্কোর তিনটি বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছিল।

ধ্বংস হওয়া রাশিয়ান টু-২২ সিরিজের বোমারু বিমানগুলো শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটতে পারে। ইউক্রেনের শহরগুলোতে আক্রমণ চালানোর জন্য এই বিমান ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া।