২ মাসে বিটকয়েনের দর সর্বনিম্ন

  • Update Time : ০১:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / 168

আন্তর্জাতিক ডেস্ক

ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েনের ব্যাপক দরপতন। বিটকয়েনের দাম কমেছে যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন। শুক্রবার (১৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিকবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে বিভিন্ন সম্পদের কেনাবেচা কমেছে। ফলে এদিন শীর্ষ ক্রিপ্টোর দরপতন ঘটেছে।এর আগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভার্চুয়াল মুদ্রাটি বড় দর হারিয়েছিলো। যে হার ছিল ৭ দশমিক ২ শতাংশ। দৈনিক ভিত্তিতে ২০২২ সালের নভেম্বরের পর যা সর্বোচ্চ পতন। এদিন প্রতি বিটকয়েনের মূল্য নিষ্পত্তি হয়েছে ২৬ হাজার ১৭২ ডলারে। গত ১৬ জুনের পর যা সবচেয়ে কম। বিশ্ববাজারে নানা গুরুত্বপূর্ণ সম্পদের বিক্রিবাট্টা ব্যাপক নিম্নমুখী হয়েছে। ওয়াল স্ট্রিটের প্রধান সূচক নিম্নগামী হয়ে আগের কার্যদিবস শেষ করে।

আলোচ্য দিনে অনলাইন মুদ্রাবাজারের অন্যতম সর্ববৃহৎ কারেন্সি ইথারের দর অপরিবর্তিত আছে। প্রতিটির দাম স্থির হয়েছে ১ হাজার ৬৮৫ ডলার ২০ সেন্টে।

ক্রিপ্টোর দর কমে যাওয়ার জন্য ইলন মাস্কের স্পেসএক্সকে দায়ী করেছেন কিছু বিশ্লেষক। ইতোমধ্যে নিজেদের কাছে মজুত থাকা অসংখ্য বিটকয়েন বিক্রি করেছে তারা। কারণ, মুদ্রাগুলোর মোট মূল্য ৩৭৩ মিলিয়ন ডলার কমেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে, বিশ্বে ক্রিপ্টো পৃষ্ঠপোষকদের অন্যতম ইলন মাস্ক। মূলত তার টুইটের পর থেকে বিটকয়েনের দাম কমছে।

বিশ্ববিখ্যাত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইতোরোর বৈশ্বিক বাজার কৌশলবিদ বেন লেইদলার বলেন, বিটকয়েনের বিক্রি কমার জন্য স্পেসএক্স রিপোর্ট তাৎক্ষণিক অনুঘটক হিসেবে কাজ করেছে।

তিনি বলেন, এতে দেখা যায় বিটকয়েনও স্পর্শকাতর বা সংবেদনশীল সম্পদ। অন্যান্য সম্পদের দরপতন ঘটলে এরও দাম ওঠা-নামা করে। সেগুলোর পরিপূরক হিসেবে কাজ করে।

Tag :

Please Share This Post in Your Social Media


২ মাসে বিটকয়েনের দর সর্বনিম্ন

Update Time : ০১:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েনের ব্যাপক দরপতন। বিটকয়েনের দাম কমেছে যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন। শুক্রবার (১৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিকবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে বিভিন্ন সম্পদের কেনাবেচা কমেছে। ফলে এদিন শীর্ষ ক্রিপ্টোর দরপতন ঘটেছে।এর আগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভার্চুয়াল মুদ্রাটি বড় দর হারিয়েছিলো। যে হার ছিল ৭ দশমিক ২ শতাংশ। দৈনিক ভিত্তিতে ২০২২ সালের নভেম্বরের পর যা সর্বোচ্চ পতন। এদিন প্রতি বিটকয়েনের মূল্য নিষ্পত্তি হয়েছে ২৬ হাজার ১৭২ ডলারে। গত ১৬ জুনের পর যা সবচেয়ে কম। বিশ্ববাজারে নানা গুরুত্বপূর্ণ সম্পদের বিক্রিবাট্টা ব্যাপক নিম্নমুখী হয়েছে। ওয়াল স্ট্রিটের প্রধান সূচক নিম্নগামী হয়ে আগের কার্যদিবস শেষ করে।

আলোচ্য দিনে অনলাইন মুদ্রাবাজারের অন্যতম সর্ববৃহৎ কারেন্সি ইথারের দর অপরিবর্তিত আছে। প্রতিটির দাম স্থির হয়েছে ১ হাজার ৬৮৫ ডলার ২০ সেন্টে।

ক্রিপ্টোর দর কমে যাওয়ার জন্য ইলন মাস্কের স্পেসএক্সকে দায়ী করেছেন কিছু বিশ্লেষক। ইতোমধ্যে নিজেদের কাছে মজুত থাকা অসংখ্য বিটকয়েন বিক্রি করেছে তারা। কারণ, মুদ্রাগুলোর মোট মূল্য ৩৭৩ মিলিয়ন ডলার কমেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে, বিশ্বে ক্রিপ্টো পৃষ্ঠপোষকদের অন্যতম ইলন মাস্ক। মূলত তার টুইটের পর থেকে বিটকয়েনের দাম কমছে।

বিশ্ববিখ্যাত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইতোরোর বৈশ্বিক বাজার কৌশলবিদ বেন লেইদলার বলেন, বিটকয়েনের বিক্রি কমার জন্য স্পেসএক্স রিপোর্ট তাৎক্ষণিক অনুঘটক হিসেবে কাজ করেছে।

তিনি বলেন, এতে দেখা যায় বিটকয়েনও স্পর্শকাতর বা সংবেদনশীল সম্পদ। অন্যান্য সম্পদের দরপতন ঘটলে এরও দাম ওঠা-নামা করে। সেগুলোর পরিপূরক হিসেবে কাজ করে।