বিএনপি তাকিয়ে আমেরিকার দিকে: ওবায়দুল কাদের

  • Update Time : ০৫:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • / 139

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমেরিকার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে চোখের পানি শুকিয়ে গেছে, কেন আসে না, কেন নিষেধাজ্ঞা দেয় না। এসব ভেবে মির্জা ফখরুলের রাতের ঘুম হয় না।

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শনিবার সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, আপনাদের লজ্জা করে না! আপনাদের দলের ভারপপ্রাপ্ত নেতা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। পালিয়েছেন আপনারা, আমরা কখনো পালাবো না।

কাপুরুষ, পলাতক এবং রিমোট কন্ট্রোল নেতার কথায় বাংলাদেশ চলবে না বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। কিন্তু ৭৫’র পর তারা আমাদের ক্ষমতায় বসায়নি। যখন জনগণ চেয়েছে তখন এসেছি। সুতরাং তারা কখনোই বাংলাদেশের কাউকে ক্ষমতায় বসাতে পারে না। বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে, নির্বাচনের ব্যাপারে ভারত কখনো হস্তক্ষেপ করেনি।

তিনি আরও বলেন, এসব নিয়ে আমাদের চিন্তা নেই। জনগণ রাখলে আমরা থাকবো, না রাখলে থাকবো না।

সেতুমন্ত্রী বলেন, আজকে দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু। মানুষ ডেঙ্গুর কাছে নিরাপদ নয়, আর বিএনপির কাছে দেশের গণতন্ত্র নিরাপদ নয়। আজকে ডেঙ্গুর মতো ভয়ঙ্কর বিএনপিকেও প্রতিহত করতে হবে।

তিনি বলেন, আমরা শুধু রাজনৈতিক কর্মসূচি পালন করি না, দায়িত্বশীলতা থেকেই মানুষের সংকটে, ব্যাধিতে আওয়ামী লীগ এগিয়ে আসে।

বাঁচতে হলে ভয়ঙ্কর ডেঙ্গুর সাথে লড়তে হবে উল্লেখ করে তিনি বলেন, একে প্রতিরোধ করা সার্বজনীন কর্তব্য। শুধু রাজনীতি করলে হবে না, মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে। শিশুসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন সেগুলো দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, সিটি কর্পোরোশন হাত গুটিয়ে বসে আছে সেটা বলবো না। তবে ডেঙ্গু বিরোধী অভিযান আরও সমন্বিত এবং জোরদার করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত এমপির সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার জামাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্যসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

Tag :

Please Share This Post in Your Social Media


বিএনপি তাকিয়ে আমেরিকার দিকে: ওবায়দুল কাদের

Update Time : ০৫:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমেরিকার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে চোখের পানি শুকিয়ে গেছে, কেন আসে না, কেন নিষেধাজ্ঞা দেয় না। এসব ভেবে মির্জা ফখরুলের রাতের ঘুম হয় না।

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শনিবার সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, আপনাদের লজ্জা করে না! আপনাদের দলের ভারপপ্রাপ্ত নেতা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। পালিয়েছেন আপনারা, আমরা কখনো পালাবো না।

কাপুরুষ, পলাতক এবং রিমোট কন্ট্রোল নেতার কথায় বাংলাদেশ চলবে না বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। কিন্তু ৭৫’র পর তারা আমাদের ক্ষমতায় বসায়নি। যখন জনগণ চেয়েছে তখন এসেছি। সুতরাং তারা কখনোই বাংলাদেশের কাউকে ক্ষমতায় বসাতে পারে না। বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে, নির্বাচনের ব্যাপারে ভারত কখনো হস্তক্ষেপ করেনি।

তিনি আরও বলেন, এসব নিয়ে আমাদের চিন্তা নেই। জনগণ রাখলে আমরা থাকবো, না রাখলে থাকবো না।

সেতুমন্ত্রী বলেন, আজকে দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু। মানুষ ডেঙ্গুর কাছে নিরাপদ নয়, আর বিএনপির কাছে দেশের গণতন্ত্র নিরাপদ নয়। আজকে ডেঙ্গুর মতো ভয়ঙ্কর বিএনপিকেও প্রতিহত করতে হবে।

তিনি বলেন, আমরা শুধু রাজনৈতিক কর্মসূচি পালন করি না, দায়িত্বশীলতা থেকেই মানুষের সংকটে, ব্যাধিতে আওয়ামী লীগ এগিয়ে আসে।

বাঁচতে হলে ভয়ঙ্কর ডেঙ্গুর সাথে লড়তে হবে উল্লেখ করে তিনি বলেন, একে প্রতিরোধ করা সার্বজনীন কর্তব্য। শুধু রাজনীতি করলে হবে না, মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে। শিশুসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন সেগুলো দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, সিটি কর্পোরোশন হাত গুটিয়ে বসে আছে সেটা বলবো না। তবে ডেঙ্গু বিরোধী অভিযান আরও সমন্বিত এবং জোরদার করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত এমপির সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার জামাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্যসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।