দাওয়াত ছাড়াই আসছেন বিদেশি মেহমানরা: কাদের

  • Update Time : ০৬:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / 118

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে পশ্চিমা কয়েকটি দেশের তৎপরতা বেড়ে যাওয়ার মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দাওয়াত না করলেও দেশে বিদেশি মেহমানদের আনাগোনা বেড়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঘুরে ঘুরে বিদেশিরা বাংলাদেশে আসছে। আমরা তো দাওয়াত করিনা। ইউরোপ আমেরিকা থেকে মেহমান আসে কেন? আপনারা কথা বলেন, ধমক দেন, ভিসা নীতি প্রয়োগ করবেন। কিন্তু এই হুমকি কেন বিএনপির বেলায় নেই।

তিনি বলেন, ‘সহিংসতা তো বিএনপি করছে। হেরে যাবার ভয়ে নির্বাচনে না গিয়ে আগুন সন্ত্রাসের পরিকল্পনা করে। আমরাও দেখবো ভিসা নীতি কার বিরুদ্ধে প্রয়োগ হয়!

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আরো কান্না আছে। এক দফা খাদে পড়েছে। টেমস নদীর ওপার থেকে ফরমায়েশ দেয়। ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক চাইলে পাকিস্তানে চলে যান।

ওবায়দুল কাদের বলেন, পাঁচ বছর শেখ হাসিনা ক্ষমতায়। স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের মর্যাদায় পৌঁছেছে। এই অর্জন সারা বিশ্বের বিস্ময়। এটাই এখন অপরাধ।

আওয়ামী লীগের সমালোচনা কারীদের উদ্দেশ করে তিনি বলেন, তারা অভিযোগ করে ফ্যাসিবাদী সরকার। ফ্যাসিবাদ পুরোটাই বিএনপির আমলকে স্পষ্ট করে। তারা ফ্যাসিবাদী রাষ্ট্র করেছে। শেখ হাসিনা শৃঙ্খল মুক্ত করেছে।

ইউরোপ-আমেরিকা গণতন্ত্র ধ্বংসকারী এই ফ্যাসিস্টদের কি দেখেন না, সেই প্রশ্নও তোলেন কাদের।

তিনি বলেন, দুর্নীতির কথা বিএনপির মুখে শোভা পায় না। তারাই গণতন্ত্রকে হত্যা করেছে। ভুয়া ভোটার ভোট চুরি বিএনপির কাজ। গণতন্ত্রের সুবচন তাদের মুখে শুনতে হবে?

আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষের লড়াই হবে এবং নির্বাচনের মাধ্যমে সন্ত্রাসী সংগঠনকে পরাজিত করতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Tag :

Please Share This Post in Your Social Media


দাওয়াত ছাড়াই আসছেন বিদেশি মেহমানরা: কাদের

Update Time : ০৬:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে পশ্চিমা কয়েকটি দেশের তৎপরতা বেড়ে যাওয়ার মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দাওয়াত না করলেও দেশে বিদেশি মেহমানদের আনাগোনা বেড়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঘুরে ঘুরে বিদেশিরা বাংলাদেশে আসছে। আমরা তো দাওয়াত করিনা। ইউরোপ আমেরিকা থেকে মেহমান আসে কেন? আপনারা কথা বলেন, ধমক দেন, ভিসা নীতি প্রয়োগ করবেন। কিন্তু এই হুমকি কেন বিএনপির বেলায় নেই।

তিনি বলেন, ‘সহিংসতা তো বিএনপি করছে। হেরে যাবার ভয়ে নির্বাচনে না গিয়ে আগুন সন্ত্রাসের পরিকল্পনা করে। আমরাও দেখবো ভিসা নীতি কার বিরুদ্ধে প্রয়োগ হয়!

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আরো কান্না আছে। এক দফা খাদে পড়েছে। টেমস নদীর ওপার থেকে ফরমায়েশ দেয়। ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক চাইলে পাকিস্তানে চলে যান।

ওবায়দুল কাদের বলেন, পাঁচ বছর শেখ হাসিনা ক্ষমতায়। স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের মর্যাদায় পৌঁছেছে। এই অর্জন সারা বিশ্বের বিস্ময়। এটাই এখন অপরাধ।

আওয়ামী লীগের সমালোচনা কারীদের উদ্দেশ করে তিনি বলেন, তারা অভিযোগ করে ফ্যাসিবাদী সরকার। ফ্যাসিবাদ পুরোটাই বিএনপির আমলকে স্পষ্ট করে। তারা ফ্যাসিবাদী রাষ্ট্র করেছে। শেখ হাসিনা শৃঙ্খল মুক্ত করেছে।

ইউরোপ-আমেরিকা গণতন্ত্র ধ্বংসকারী এই ফ্যাসিস্টদের কি দেখেন না, সেই প্রশ্নও তোলেন কাদের।

তিনি বলেন, দুর্নীতির কথা বিএনপির মুখে শোভা পায় না। তারাই গণতন্ত্রকে হত্যা করেছে। ভুয়া ভোটার ভোট চুরি বিএনপির কাজ। গণতন্ত্রের সুবচন তাদের মুখে শুনতে হবে?

আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষের লড়াই হবে এবং নির্বাচনের মাধ্যমে সন্ত্রাসী সংগঠনকে পরাজিত করতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।