শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়ার রাজধানী

  • Update Time : ১১:২২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / 111

আন্তর্জাতিক ডেস্ক

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) বোগোটায় এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের খবরে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জানালা থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

ভূমিকম্পে এখনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ছিল বলে জানিয়েছে কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা।

অ্যাড্রিয়ান অ্যালারকন নামে এক ব্যক্তি বলেন, ‘এটি বেশ শক্তিশালী ছিল। অনেকক্ষণ ধরে অনুভূত হয়। আমি ভয় পেয়ে যাই। জীবন যেন মুহূর্তে বদলে গেল। আপনি কিছুই করতে পারবেন না, শুধু পালানো ছাড়া।’

এদিকে শহরের মেয়র ক্লডিয়া লোপেজ এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, রাজধানীর দক্ষিণ-পূর্ব এলাকায় ভূমিকম্পের সময় জানালা থেকে লাফ দিয়ে পড়ে এক নারী মারা গেছেন।

তিনি বলেন, আমরা গভীরভাবে শোকাহত। ম্যাডেলেনার একটি আবাসিক ভবনের ১০ তলা থেকে এক নারী লাফিয়ে পড়ে মারা গেছেন। নার্ভাস হয়েই তিনি এমনটা করেছেন।

কলম্বিয়ার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, রাজধানীর দক্ষিণ-পূর্বে ক্যালভারিওর পুরো পৌরসভা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে ওই এলাকার বিভিন্ন ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভিলাভিসেনসিও এলাকার পাশে ভূমিধসের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে সংস্থাটি। আরও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন কর্মকর্তারা।

প্রথম ভূমিকম্পের পর আরও দুটি পরাঘাতের ঘটনা ঘটে। কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা জানায়, ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৫ দশমিক ৬ মাত্রার এবং ৪ দশমিক ৮ মাত্রা আরও দুটি পরাঘাত অনুভূত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়ার রাজধানী

Update Time : ১১:২২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) বোগোটায় এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের খবরে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জানালা থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

ভূমিকম্পে এখনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ছিল বলে জানিয়েছে কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা।

অ্যাড্রিয়ান অ্যালারকন নামে এক ব্যক্তি বলেন, ‘এটি বেশ শক্তিশালী ছিল। অনেকক্ষণ ধরে অনুভূত হয়। আমি ভয় পেয়ে যাই। জীবন যেন মুহূর্তে বদলে গেল। আপনি কিছুই করতে পারবেন না, শুধু পালানো ছাড়া।’

এদিকে শহরের মেয়র ক্লডিয়া লোপেজ এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, রাজধানীর দক্ষিণ-পূর্ব এলাকায় ভূমিকম্পের সময় জানালা থেকে লাফ দিয়ে পড়ে এক নারী মারা গেছেন।

তিনি বলেন, আমরা গভীরভাবে শোকাহত। ম্যাডেলেনার একটি আবাসিক ভবনের ১০ তলা থেকে এক নারী লাফিয়ে পড়ে মারা গেছেন। নার্ভাস হয়েই তিনি এমনটা করেছেন।

কলম্বিয়ার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, রাজধানীর দক্ষিণ-পূর্বে ক্যালভারিওর পুরো পৌরসভা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে ওই এলাকার বিভিন্ন ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভিলাভিসেনসিও এলাকার পাশে ভূমিধসের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে সংস্থাটি। আরও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন কর্মকর্তারা।

প্রথম ভূমিকম্পের পর আরও দুটি পরাঘাতের ঘটনা ঘটে। কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা জানায়, ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৫ দশমিক ৬ মাত্রার এবং ৪ দশমিক ৮ মাত্রা আরও দুটি পরাঘাত অনুভূত হয়েছে।