অর্থনৈতিক পতনে বেকারত্বের তথ্য দেওয়া বন্ধ করল চীন

  • Update Time : ০২:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • / 153

আন্তর্জাতিক ডেস্ক

এবার বেকারত্বের তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে চীন। অর্থনৈতিক পতনের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও দেশটির দাবি, সামাজিক পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটির সরকারের এক মুখপাত্র এমন দাবি করেন। মঙ্গলবার (১৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যনে দেখো গেছে, চীনের শহরে এলাকায় জুন মাসে রেকর্ডসংখ্যক লোক বেকার হয়েছেন। এ সময়ে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ২০ শতাংশে দাঁড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রবৃদ্ধি বাড়াতে ঋণের খরচ কমিয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দেশটিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার দেশটির জুলাই মাসের পরিসংখ্যনে দেখা গেছে, দেশটিতে জুলােই মাসে মোট বেকারত্বের হার ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ সময় দেশটির সরকার জানিয়েছে, সাময়িকভাবে তরুণদের বেকারত্বের তথ্য প্রকাশ বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

জাতীয় পরিসংখ্যন ব্যুরোর মুখপাত্র ফু লিংহুই বলেন, তরুণদের বেকারত্বের তথ্যের বিষয়টি আবারও বিবেচনা করা দরকার। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অর্থনীতি এবং সামাজিক অবস্থান অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন ও উন্নতি হচ্ছে। ফলে পরিসংখ্যনের তথ্যও নিয়মিত উন্নত করা দরকার।

ফু তার বক্তব্যে ১৬ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার বাড়ার ইংগিত দেন। তবে দেশটিতে শিক্ষার্থীদের বেকার হিসেবে গণনা করা হয় না।

২০১৮ সালে দেশটিতে তরুণদের বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ শুরু হয়। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে গ্রামাঞ্চলে তরুণদের বেকারত্বের হার প্রকাশ করা হয়নি। দেশটিতে তরুণদের বেকারত্বের এ পরিসংখ্যন বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ট্রেন্ডিংয়ে চলে আসে। দেশটিতে করোনার পর থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে। এরই মধ্যে এমন ঘোষণা এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


অর্থনৈতিক পতনে বেকারত্বের তথ্য দেওয়া বন্ধ করল চীন

Update Time : ০২:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

এবার বেকারত্বের তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে চীন। অর্থনৈতিক পতনের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও দেশটির দাবি, সামাজিক পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটির সরকারের এক মুখপাত্র এমন দাবি করেন। মঙ্গলবার (১৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যনে দেখো গেছে, চীনের শহরে এলাকায় জুন মাসে রেকর্ডসংখ্যক লোক বেকার হয়েছেন। এ সময়ে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ২০ শতাংশে দাঁড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রবৃদ্ধি বাড়াতে ঋণের খরচ কমিয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দেশটিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার দেশটির জুলাই মাসের পরিসংখ্যনে দেখা গেছে, দেশটিতে জুলােই মাসে মোট বেকারত্বের হার ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ সময় দেশটির সরকার জানিয়েছে, সাময়িকভাবে তরুণদের বেকারত্বের তথ্য প্রকাশ বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

জাতীয় পরিসংখ্যন ব্যুরোর মুখপাত্র ফু লিংহুই বলেন, তরুণদের বেকারত্বের তথ্যের বিষয়টি আবারও বিবেচনা করা দরকার। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অর্থনীতি এবং সামাজিক অবস্থান অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন ও উন্নতি হচ্ছে। ফলে পরিসংখ্যনের তথ্যও নিয়মিত উন্নত করা দরকার।

ফু তার বক্তব্যে ১৬ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার বাড়ার ইংগিত দেন। তবে দেশটিতে শিক্ষার্থীদের বেকার হিসেবে গণনা করা হয় না।

২০১৮ সালে দেশটিতে তরুণদের বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ শুরু হয়। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে গ্রামাঞ্চলে তরুণদের বেকারত্বের হার প্রকাশ করা হয়নি। দেশটিতে তরুণদের বেকারত্বের এ পরিসংখ্যন বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ট্রেন্ডিংয়ে চলে আসে। দেশটিতে করোনার পর থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে। এরই মধ্যে এমন ঘোষণা এসেছে।