ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তাম্বুল!

  • Update Time : ০৭:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / 165

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুলে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের তুজলা শিপইয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ইস্তাম্বুল গভর্নরের কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা মেহের জানিয়েছে, সোমবার সকালে শিপইয়ার্ড এলাকার একটি জাহাজের বর্জ্য গুদামে গ্যাস লিকেজ হয়ে এ ঘটনা ঘটে। এরপর জাহাজটিতে আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে উদ্ধারকর্মী ও দমকলকর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে যান।

এর আগে গত জুনে আঙ্কারায় একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক নিহত হন। ১০ জুন শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে রাজধানী আঙ্কারার উপকণ্ঠে রাষ্ট্রীয় মালিকানাধীন মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এনটিভি টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের কারণে আশপাশের অনেক দোকানপাট ও বাড়িঘরের জানালাও ভেঙে যায়।

আঙ্কারা প্রদেশের গভর্নর ভাহাপ সাহিন বলেন, রাসায়নিক পরীক্ষার সময় কারখানার ডিনামাইট বিভাগে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন শ্রমিক মারা গেছেন।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও পাঁচ শ্রমিক চাপা পড়েছিলেন। তবে আমরা তাদের উদ্ধার করেছি।’

Tag :

Please Share This Post in Your Social Media


ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তাম্বুল!

Update Time : ০৭:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুলে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের তুজলা শিপইয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ইস্তাম্বুল গভর্নরের কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা মেহের জানিয়েছে, সোমবার সকালে শিপইয়ার্ড এলাকার একটি জাহাজের বর্জ্য গুদামে গ্যাস লিকেজ হয়ে এ ঘটনা ঘটে। এরপর জাহাজটিতে আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে উদ্ধারকর্মী ও দমকলকর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে যান।

এর আগে গত জুনে আঙ্কারায় একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক নিহত হন। ১০ জুন শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে রাজধানী আঙ্কারার উপকণ্ঠে রাষ্ট্রীয় মালিকানাধীন মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এনটিভি টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের কারণে আশপাশের অনেক দোকানপাট ও বাড়িঘরের জানালাও ভেঙে যায়।

আঙ্কারা প্রদেশের গভর্নর ভাহাপ সাহিন বলেন, রাসায়নিক পরীক্ষার সময় কারখানার ডিনামাইট বিভাগে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন শ্রমিক মারা গেছেন।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও পাঁচ শ্রমিক চাপা পড়েছিলেন। তবে আমরা তাদের উদ্ধার করেছি।’