সমাবেশের আগের দিন বিএনপিকে কেন দূতাবাসে যেতে হয়, প্রশ্ন হানিফের
- Update Time : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / 140
নিজস্ব প্রতিবেদক
যেকোনো সমাবেশের আগের দিন বিএনপিকে কোনো না কোনো দূতাবাসে কেন মিটিং করতে হয়, সে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে তিনি এ প্রশ্ন রাখেন।
আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
মাহবুবউল আলম হানিফ বলেন, বাংলাদেশকে নিয়ে ১/১১ স্বপ্ন যারা দেখে, তারা খেলছে। মুখে বলছেন মানবতা, গণতন্ত্রের কথা। তারা যখন সমাবেশ করেন, তার আগের দিন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে মিটিং করে। কেন মিটিং করতে হয়? কারণ তারা বিদেশীদের দিয়ে খেলছে।
তিনি বলেন, যাদের নিয়ে আপনি যে খেলা খেলতে শুরু করেছেন, এই খেলা জনগণ খেলতে দেবে না।
হানিফ বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনের বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম করেছে, সেই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, আজ যখন জাতি আশা করছে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হবে। ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের শান্তি অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে।