নেদারল্যান্ডস উপকূলে ৩০০০ গাড়িসহ পুড়ে গেল জাহাজ, নিহত ১

  • Update Time : ১২:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • / 115

আন্তর্জাতিক ডেস্ক

প্রায় ৩ হাজার গাড়িসহ পুড়ে গেছে একটি কার্গো জাহাজ। আজ বুধবার নেদারল্যান্ডস উপকূলে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ডাচ কোস্টগার্ড। এ ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহতও হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডাচ কোস্টগার্ডের দেওয়া তথ্যানুসারে, মঙ্গলবার রাতে ১৯৯ মিটার দীর্ঘ ওই জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। ফ্রেম্যান্টল হাইওয়ে নামে পানামায় রেজিস্ট্রার করা জাহাজটি গাড়ি নিয়ে জার্মানি থেকে মিসরে যাচ্ছিল। যাত্রাপথে ডাচ উপকূলের কাছে এসে জাহাজটিতে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে পানিতে লাফ দেন জাহাজটির ক্রুরা

কোস্টগার্ড জানিয়েছে, আগুন নেভাতে জাহাজটিতে পানি ব্যবহার করা হয়েছে। তবে অনেক সতর্কতার সঙ্গে খুব অল্প পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে। কারণ, পানি বেশি হলে জাহাজটি ডুবে যেতে পারে। কোস্টগার্ড আরও জানিয়েছে, একটি টো জাহাজের সঙ্গে পুড়ে যাওয়া জাহাজটি যুক্ত করা হয়েছে।

ডাচ সরকারের নৌপথ বিভাগের মুখপাত্র এডউইন ভারসটীগ বলেছেন, ‘সম্ভবত এখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। জাহাজটিতে কার্গো থাকায় আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে।’

প্রাথমিকভাবে ডাচ কোস্টগার্ড জানিয়েছে, আগুন লাগার কারণ তাঁরা এখনো জানতে পারেননি। তবে কোস্টগার্ডেরই এক মুখপাত্র জানিয়েছেন, একটি বৈদ্যুতিক গাড়ি থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

কোস্টগার্ড জানিয়েছে, ফ্রেম্যান্টল নামে জাহাজটিতে যখন আগুন ধরে যায় তখন তা ডাচ দ্বীপ অ্যামেল্যান্ড থেকে ২৭ কিলোমিটার দূরে ছিল। আগুন লাগার পর একটি টো জাহাজ ফ্রেম্যান্টলকে প্রচলিত শিপিং লেন থেকে সরিয়ে আনে। জাহাজটি থেকে ২৩ জন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। ধোঁয়ার কারণে গুরুতর অসুস্থ হওয়াদের চিকিৎসা দিতে তাদের হেলিকপ্টারে করে নেদারল্যান্ডসের মূল ভূখণ্ডে নেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


নেদারল্যান্ডস উপকূলে ৩০০০ গাড়িসহ পুড়ে গেল জাহাজ, নিহত ১

Update Time : ১২:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রায় ৩ হাজার গাড়িসহ পুড়ে গেছে একটি কার্গো জাহাজ। আজ বুধবার নেদারল্যান্ডস উপকূলে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ডাচ কোস্টগার্ড। এ ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহতও হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডাচ কোস্টগার্ডের দেওয়া তথ্যানুসারে, মঙ্গলবার রাতে ১৯৯ মিটার দীর্ঘ ওই জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। ফ্রেম্যান্টল হাইওয়ে নামে পানামায় রেজিস্ট্রার করা জাহাজটি গাড়ি নিয়ে জার্মানি থেকে মিসরে যাচ্ছিল। যাত্রাপথে ডাচ উপকূলের কাছে এসে জাহাজটিতে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে পানিতে লাফ দেন জাহাজটির ক্রুরা

কোস্টগার্ড জানিয়েছে, আগুন নেভাতে জাহাজটিতে পানি ব্যবহার করা হয়েছে। তবে অনেক সতর্কতার সঙ্গে খুব অল্প পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে। কারণ, পানি বেশি হলে জাহাজটি ডুবে যেতে পারে। কোস্টগার্ড আরও জানিয়েছে, একটি টো জাহাজের সঙ্গে পুড়ে যাওয়া জাহাজটি যুক্ত করা হয়েছে।

ডাচ সরকারের নৌপথ বিভাগের মুখপাত্র এডউইন ভারসটীগ বলেছেন, ‘সম্ভবত এখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। জাহাজটিতে কার্গো থাকায় আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে।’

প্রাথমিকভাবে ডাচ কোস্টগার্ড জানিয়েছে, আগুন লাগার কারণ তাঁরা এখনো জানতে পারেননি। তবে কোস্টগার্ডেরই এক মুখপাত্র জানিয়েছেন, একটি বৈদ্যুতিক গাড়ি থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

কোস্টগার্ড জানিয়েছে, ফ্রেম্যান্টল নামে জাহাজটিতে যখন আগুন ধরে যায় তখন তা ডাচ দ্বীপ অ্যামেল্যান্ড থেকে ২৭ কিলোমিটার দূরে ছিল। আগুন লাগার পর একটি টো জাহাজ ফ্রেম্যান্টলকে প্রচলিত শিপিং লেন থেকে সরিয়ে আনে। জাহাজটি থেকে ২৩ জন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। ধোঁয়ার কারণে গুরুতর অসুস্থ হওয়াদের চিকিৎসা দিতে তাদের হেলিকপ্টারে করে নেদারল্যান্ডসের মূল ভূখণ্ডে নেওয়া হয়েছে।