মহারাষ্ট্রে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৬

  • Update Time : ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • / 111

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শনিবার এ খবর প্রকাশ করেছে।

নিহতদের মধ্যে ৯ জন পুরুষ, ৪ জন শিশু ও অনেক নারী রয়েছেন। এছাড়াও এই ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন।

বুধবার রাতের ওই ভূমিধসে রায়গড় জেলার প্রত্যন্ত পার্বত্য পল্লী ইরশালওয়াদিতে অর্ধশত বাড়ির মধ্যে ১৭টিই ধসে পড়ে। বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

ভারী বৃষ্টি হওয়ার কারণে বন্ধ ছিল উদ্ধার কাজ। বৃহস্পতিবার রাতে উদ্ধার কাজ স্থগিত করার পর শুক্রবার পুনরায় উদ্ধার কাজ শুরু হয়।

মহারাষ্ট্র প্রশাসন জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিতে ভারতের অনেক রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস।

এমন পরিস্থিতিতে ঝুঁকিপ্রবণ এলাকাগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে অনুদান দেয়ার ঘোষণা দেন।

এদিকে গুজরাটেও একনাগাড়ে বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে। শনিবার ৮ ঘণ্টায় গুজরাটে বৃষ্টি হয়েছে ২১৯ মিলিমিটারের বেশি। বর্ষার পানিতে ডুবে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


মহারাষ্ট্রে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৬

Update Time : ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শনিবার এ খবর প্রকাশ করেছে।

নিহতদের মধ্যে ৯ জন পুরুষ, ৪ জন শিশু ও অনেক নারী রয়েছেন। এছাড়াও এই ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন।

বুধবার রাতের ওই ভূমিধসে রায়গড় জেলার প্রত্যন্ত পার্বত্য পল্লী ইরশালওয়াদিতে অর্ধশত বাড়ির মধ্যে ১৭টিই ধসে পড়ে। বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

ভারী বৃষ্টি হওয়ার কারণে বন্ধ ছিল উদ্ধার কাজ। বৃহস্পতিবার রাতে উদ্ধার কাজ স্থগিত করার পর শুক্রবার পুনরায় উদ্ধার কাজ শুরু হয়।

মহারাষ্ট্র প্রশাসন জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিতে ভারতের অনেক রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস।

এমন পরিস্থিতিতে ঝুঁকিপ্রবণ এলাকাগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে অনুদান দেয়ার ঘোষণা দেন।

এদিকে গুজরাটেও একনাগাড়ে বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে। শনিবার ৮ ঘণ্টায় গুজরাটে বৃষ্টি হয়েছে ২১৯ মিলিমিটারের বেশি। বর্ষার পানিতে ডুবে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে।