চীনে আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তালিম’

  • Update Time : ১০:৫৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 101

আন্তর্জাতিক ডেস্ক

চীনের গুয়ানডং প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তালিম’। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে দুই লাখ ৩০ হাজারেরও বেশি মানুষকে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে দেশটির দক্ষিণ উপকূলে আঘাত হানে তালিম। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড বাতাস এবং ভারী বৃষ্টির কারণে শত শত ফ্লাইট এবং ট্রেন বাতিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকালের দিকে কিছুটা গতি হারাতে পারে এবং বুধবার দুর্বল হয়ে উত্তর ভিয়েতনামের দিকে অগ্রসর হতে পারে।

এরইমধ্যে গুয়ানডং প্রদেশের আট হাজারের বেশি খামার শ্রমিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় সরকার কয়েক ডজন উপকূলীয় পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এদিকে প্রতিবেশী দেশ ভিয়েতনাম জানিয়েছে, দেশটির কুয়াং নিন এবং হাই ফং প্রদেশ থেকে প্রায় ৩০ হাজার লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এসব অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


চীনে আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তালিম’

Update Time : ১০:৫৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

চীনের গুয়ানডং প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তালিম’। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে দুই লাখ ৩০ হাজারেরও বেশি মানুষকে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে দেশটির দক্ষিণ উপকূলে আঘাত হানে তালিম। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড বাতাস এবং ভারী বৃষ্টির কারণে শত শত ফ্লাইট এবং ট্রেন বাতিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকালের দিকে কিছুটা গতি হারাতে পারে এবং বুধবার দুর্বল হয়ে উত্তর ভিয়েতনামের দিকে অগ্রসর হতে পারে।

এরইমধ্যে গুয়ানডং প্রদেশের আট হাজারের বেশি খামার শ্রমিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় সরকার কয়েক ডজন উপকূলীয় পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এদিকে প্রতিবেশী দেশ ভিয়েতনাম জানিয়েছে, দেশটির কুয়াং নিন এবং হাই ফং প্রদেশ থেকে প্রায় ৩০ হাজার লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এসব অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।