পাকিস্তানে এক কেজি আটার দাম ১৬০ টাকা!

  • Update Time : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / 127

অনলাইন ডেস্ক

খুব বেশি দিন আগের কথা নয়। গেলো রমজান মাসে পাকিস্তানে ন্যায্য মূল্য আটা করতে গিয়ে ভিড়ের চোটে পদপৃষ্ঠ হয়ে মানুষের মৃত্যুর খবর শিরোনাম হয়েছিলো গোটা বিশ্বে। সেই দেশেই আবারও শিরোনামে এসেছে আটার আকাশচুম্বী দাম।

বর্তমানে প্রতি কিলো আটা ১৬০ টাকায় কিনছেন করাচীর মানুষ। পাকিস্তানের বাকি সব শহরেও আটার দাম করাচীর মতোই আকাশছোঁয়া।

পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের একটি রিপোর্টের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দামি আটা বিক্রি হচ্ছে করাচীতে।

ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, শিয়ালকোট, মুলতান, সুক্কুর এবং খুজদার সব জায়গাতেই বেড়েছে আটার দাম। আটার সঙ্গে চিনির দাম বাড়ায় ক্রেতাদের নাভিশ্বাস। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্টে বিশ্বের অবাসযোগ্য শহরের তালিকায় পঞ্চম স্থানে আছে করাচী।

পাকিস্তানে দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক টানাপড়েনে জর্জরিত। ইসলামাবাদের মাথায় ঋণের পাহাড় প্রমাণ বোঝা। পাকিস্তানে রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। এক মাসের আমদানিও ঠিক মতো করা সম্ভব নয় বর্তমান রিজার্ভে। তাই আমদানি প্রায় বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

যার প্রভাব পড়েছে দেশের বাজারে। আকাশ ছুঁয়েছে নিত্যপণ্যের দাম। সম্প্রতি সৌদি আরব এবং আইএমএফ থেকে অর্থ সাহায্য পেয়েছে পাকিস্তান। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে বেঞ্চমার্ক হার। তাও নিত্যপণ্যের অগ্নিমূল্যের ছেঁকায় হাত পুড়ছে পাকিস্তানিদের।

Tag :

Please Share This Post in Your Social Media


পাকিস্তানে এক কেজি আটার দাম ১৬০ টাকা!

Update Time : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

অনলাইন ডেস্ক

খুব বেশি দিন আগের কথা নয়। গেলো রমজান মাসে পাকিস্তানে ন্যায্য মূল্য আটা করতে গিয়ে ভিড়ের চোটে পদপৃষ্ঠ হয়ে মানুষের মৃত্যুর খবর শিরোনাম হয়েছিলো গোটা বিশ্বে। সেই দেশেই আবারও শিরোনামে এসেছে আটার আকাশচুম্বী দাম।

বর্তমানে প্রতি কিলো আটা ১৬০ টাকায় কিনছেন করাচীর মানুষ। পাকিস্তানের বাকি সব শহরেও আটার দাম করাচীর মতোই আকাশছোঁয়া।

পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের একটি রিপোর্টের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দামি আটা বিক্রি হচ্ছে করাচীতে।

ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, শিয়ালকোট, মুলতান, সুক্কুর এবং খুজদার সব জায়গাতেই বেড়েছে আটার দাম। আটার সঙ্গে চিনির দাম বাড়ায় ক্রেতাদের নাভিশ্বাস। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্টে বিশ্বের অবাসযোগ্য শহরের তালিকায় পঞ্চম স্থানে আছে করাচী।

পাকিস্তানে দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক টানাপড়েনে জর্জরিত। ইসলামাবাদের মাথায় ঋণের পাহাড় প্রমাণ বোঝা। পাকিস্তানে রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। এক মাসের আমদানিও ঠিক মতো করা সম্ভব নয় বর্তমান রিজার্ভে। তাই আমদানি প্রায় বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

যার প্রভাব পড়েছে দেশের বাজারে। আকাশ ছুঁয়েছে নিত্যপণ্যের দাম। সম্প্রতি সৌদি আরব এবং আইএমএফ থেকে অর্থ সাহায্য পেয়েছে পাকিস্তান। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে বেঞ্চমার্ক হার। তাও নিত্যপণ্যের অগ্নিমূল্যের ছেঁকায় হাত পুড়ছে পাকিস্তানিদের।