বিএনপি আন্দোলন সমাবেশ করে দাঁড়াতে পারবেনা: কৃষিমন্ত্রী

  • Update Time : ০৩:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • / 157

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির পায়ের নিচে মাটি নাই। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে নিজেদের কবর তারা নিজেরাই খুঁড়েছে। যতোই আন্দোলন ও সমাবেশ করুক এই কবর থেকে আর উঠতে পারবে না। উন্নয়নের কারণে জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, বিএনপি আন্দোলন করে সফল হবেনা। শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম বাগান পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ২০০৮ সালের স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এরপর থেকে তারা আন্দোলন করেছে। ২০১৪ সালে হরতাল, অবরোধ ট্রেন লাইন তুলে ফেলেছে। ২০১৫ সালে তিন শতাধিক মানুষ আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যখন রাস্তায় নামে তখন বিএনপি তাদের ওপর গুলি চালিয়ে ২০টি তাজা প্রাণ হত্যা করেছে। তাই বাংলার মানুষ আর বিএনপিকে চায় না।

তিনি বলেন, আমাদের বিজ্ঞানীরা গবেষণা করে উন্নত জাতের আম উদ্ভাবন করছে। বিভিন্ন জাতের আম বেশি বেশি উৎপাদনের মাধ্যমে আম ও আমজাত পণ্য বিদেশে রপ্তানি করতে হবে। প্রধানমন্ত্রী গবেষকদের অর্থ দিচ্ছেন, এতে করে নতুন নতুন জাত ও ফসল আবিষ্কৃত হচ্ছে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ১৪ বছর দেশ চালিয়েছে। আর বিএনপি-জামায়াত জোট যখনই ক্ষমতায় আসে তখনই দেশে অরাজকতার সৃষ্টি করে।

এসময় জামায়াতকে ধর্ম ব্যবসায়ীর দল মন্তব্য করে তিনি বলেন, তারা যেন ধর্ম নিয়ে ব্যবসা না করে বিভিন্ন ফসলের ব্যবসা করে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা প্রশাসক একেএম গালিব খান, চাঁপাইনবাবগঞ্জ কৃষি উপ-পরিচালক পলাশ সরকারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আম চাষীরা।

পরে মন্ত্রী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে আজান ট্রেড ইন্টারন্যাশনালের মাল্টি সংরক্ষাণাগার এবং ছত্রাজিতপুর পলিনেট হাউজ পরিদর্শন করেন।

শেষে বিকেল তিনটায় মন্ত্রী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন ও বিপণন বিষয়ে কর্মশালায় যোগ দেন।

Tag :

Please Share This Post in Your Social Media


বিএনপি আন্দোলন সমাবেশ করে দাঁড়াতে পারবেনা: কৃষিমন্ত্রী

Update Time : ০৩:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির পায়ের নিচে মাটি নাই। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে নিজেদের কবর তারা নিজেরাই খুঁড়েছে। যতোই আন্দোলন ও সমাবেশ করুক এই কবর থেকে আর উঠতে পারবে না। উন্নয়নের কারণে জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, বিএনপি আন্দোলন করে সফল হবেনা। শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম বাগান পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ২০০৮ সালের স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এরপর থেকে তারা আন্দোলন করেছে। ২০১৪ সালে হরতাল, অবরোধ ট্রেন লাইন তুলে ফেলেছে। ২০১৫ সালে তিন শতাধিক মানুষ আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যখন রাস্তায় নামে তখন বিএনপি তাদের ওপর গুলি চালিয়ে ২০টি তাজা প্রাণ হত্যা করেছে। তাই বাংলার মানুষ আর বিএনপিকে চায় না।

তিনি বলেন, আমাদের বিজ্ঞানীরা গবেষণা করে উন্নত জাতের আম উদ্ভাবন করছে। বিভিন্ন জাতের আম বেশি বেশি উৎপাদনের মাধ্যমে আম ও আমজাত পণ্য বিদেশে রপ্তানি করতে হবে। প্রধানমন্ত্রী গবেষকদের অর্থ দিচ্ছেন, এতে করে নতুন নতুন জাত ও ফসল আবিষ্কৃত হচ্ছে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ১৪ বছর দেশ চালিয়েছে। আর বিএনপি-জামায়াত জোট যখনই ক্ষমতায় আসে তখনই দেশে অরাজকতার সৃষ্টি করে।

এসময় জামায়াতকে ধর্ম ব্যবসায়ীর দল মন্তব্য করে তিনি বলেন, তারা যেন ধর্ম নিয়ে ব্যবসা না করে বিভিন্ন ফসলের ব্যবসা করে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা প্রশাসক একেএম গালিব খান, চাঁপাইনবাবগঞ্জ কৃষি উপ-পরিচালক পলাশ সরকারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আম চাষীরা।

পরে মন্ত্রী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে আজান ট্রেড ইন্টারন্যাশনালের মাল্টি সংরক্ষাণাগার এবং ছত্রাজিতপুর পলিনেট হাউজ পরিদর্শন করেন।

শেষে বিকেল তিনটায় মন্ত্রী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন ও বিপণন বিষয়ে কর্মশালায় যোগ দেন।