মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক চলাচল শুরু মেট্রোরেলের

  • Update Time : ০৬:১৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • / 146

নিজস্ব প্রতিবেদক

মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক চলাচল শুরু মেট্রোরেলের
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। শুক্রবার বিকেলে পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগামী অক্টোবরেই যাত্রী নিয়ে পুরোদমে উত্তরা থেকে মতিঝিল রুটে চলাচল শুরু করবে মেট্রোরেল। তার আগে পরীক্ষামূলক চলাচল শুরু হলো।

এদিন এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ১৫ অক্টোবর পর্যন্ত পুরোদমে পরীক্ষামূলক চলাচল করবে। অক্টোবরের শেষের দিকে শুরু হবে যাত্রী নিয়ে চলাচল।

তিনি বলেন, আগামী অক্টোবরে চালু হবে মেট্রোরেলের ফার্মগেট, সচিবালয় এবং মতিঝিল স্টেশন। এরপর পর্যায়ক্রমে বাকিগুলো চালু হবে। মোট ৬টি মেট্রো লাইন করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে এ ৬টির কাজ সম্পন্ন করতে পারব বলে আশা করছি।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের ৯৫ শতাংশের বেশি কাজ এরি মধ্যে শেষ হয়েছে বলেও জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

ঢাকা শহরের গণপরিবহনের চেহারা বদলে দেয়া মেট্রোরেলে প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী চলাচলের জন্য খুলে দেয়া হয় গত বছরের ডিসেম্বরে। ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার পথ পাড়ি দিতে মেট্রোরেলের সময় লাগবে ৪০ মিনিটেরও কম। প্রতি ঘণ্টায় যাত্রী চলাচল করতে পারবে ৬০ হাজারের মতো।

উত্তরা-মতিঝিল অংশের মেট্রোরেলের প্রকল্পটি ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট বা এমআরটি-৬ লাইনের অন্তর্ভুক্ত। ২০১৬ সালের ২৪ জুন এ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানের অর্থায়নে বাস্তবায়িত হওয়া মেট্রোরেল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

Tag :

Please Share This Post in Your Social Media


মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক চলাচল শুরু মেট্রোরেলের

Update Time : ০৬:১৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক চলাচল শুরু মেট্রোরেলের
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। শুক্রবার বিকেলে পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগামী অক্টোবরেই যাত্রী নিয়ে পুরোদমে উত্তরা থেকে মতিঝিল রুটে চলাচল শুরু করবে মেট্রোরেল। তার আগে পরীক্ষামূলক চলাচল শুরু হলো।

এদিন এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ১৫ অক্টোবর পর্যন্ত পুরোদমে পরীক্ষামূলক চলাচল করবে। অক্টোবরের শেষের দিকে শুরু হবে যাত্রী নিয়ে চলাচল।

তিনি বলেন, আগামী অক্টোবরে চালু হবে মেট্রোরেলের ফার্মগেট, সচিবালয় এবং মতিঝিল স্টেশন। এরপর পর্যায়ক্রমে বাকিগুলো চালু হবে। মোট ৬টি মেট্রো লাইন করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে এ ৬টির কাজ সম্পন্ন করতে পারব বলে আশা করছি।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের ৯৫ শতাংশের বেশি কাজ এরি মধ্যে শেষ হয়েছে বলেও জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

ঢাকা শহরের গণপরিবহনের চেহারা বদলে দেয়া মেট্রোরেলে প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী চলাচলের জন্য খুলে দেয়া হয় গত বছরের ডিসেম্বরে। ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার পথ পাড়ি দিতে মেট্রোরেলের সময় লাগবে ৪০ মিনিটেরও কম। প্রতি ঘণ্টায় যাত্রী চলাচল করতে পারবে ৬০ হাজারের মতো।

উত্তরা-মতিঝিল অংশের মেট্রোরেলের প্রকল্পটি ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট বা এমআরটি-৬ লাইনের অন্তর্ভুক্ত। ২০১৬ সালের ২৪ জুন এ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানের অর্থায়নে বাস্তবায়িত হওয়া মেট্রোরেল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।