কুমিল্লায় কৃষি জমিতে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- Update Time : ০৭:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / 144
জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর দক্ষিণে কৃষি জমিতে জমে থাকা পানিতে ডুবে ফাহিম ও বিল্লাল নামে ৭ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ষাটকলোনী গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম বিজয়পুর ইউনিয়নের ষাটকলোনী গ্রামের সিএনজি চালক মনিরের ছেলে। আর বিল্লাল একই গ্রামের কৃষক রৌশন মিয়ার ছেলে।
জানা যায়, ষাট কলোনী এলাকার জমি গুলো থেকে মাটি ব্যবসায়ীরা এলাকার মানুষদের ভয়ভীতি দেখিয়ে তাদের জমিতে ফসল করতে বাঁধা দেয়। তার বিনিময়ে তাদের জোর করে কিছু টাকা দিয়ে মাটি উত্তোলন করে বিজয়পুরসহ আশপাশের এলাকার বিভিন্ন ব্রিকফিল্ডে মাটি বিক্রি করা হত। এই মাটি জমি থেকে নেওয়ার ফলে জমিগুলো বর্ষার পানিতে জলাশয় হয়ে যায়। আর এই জলাশয়ে ডুবে ফাহিম ও বিল্লালের মৃত্যু হয়।
ওই এলাকার ইউপি সদস্য যুবরাজ বলেন, আমি মনে করি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী যারা এই ফসলি জমি কেটে আজ জলাশয় বানিয়েছে। এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক।
মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম বলেন, মাটি ব্যবসায়ীরা মাটি নিয়ে লাভবান হয়েছে। অথচ তাদের কারনে দুটি শিশু অকালে ঝড়ে গেল। এই গর্তগুলো আবার পূণরায় মাটি দিয়ে ভরাট করে দেওয়া হোক।
বিজয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পারভেজ জানান, শিশু ২টি দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলছিল। বাড়ির পাশের জমি থেকে কিছু অসাধু মাটি ব্যবসায়ী তাদের ব্রিকফিল্ডে মাটি নেওয়াই ওই জমি গর্ত হয়ে যায়। কিছুদিন আগেও প্রশাসনিকভাবে বলা হয়েছিলো এগুলো ভরাট করে দেওয়া হবে। কিন্তু ভরাট না হওয়াই এখানে পানি জমে যায়। এই জমি যদি ভরাট করা থাকতো তাহলে ভবিষ্যত প্রজন্মের এই দুটি শিশু অকালে প্রাণ হারাতো না। পরিবার দুটি খুবই গরীব। আমি বলব একটু সতর্কতার সাথে সকলে চলাচল করবেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে।