মেন্দি সাফাদির সঙ্গে দেখা করার কথা স্বীকার করেছেন নূর

  • Update Time : ০৩:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / 165

নিজস্ব প্রতিবেদক

ইসরাইলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর। দলটির অভ্যন্তরীণ বৈঠকে সাফাদির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদের একাংশের সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান।

তবে কী বিষয়ে ইসরাইলি নাগরিকের সঙ্গে নূর বৈঠক করেছেন তা দলকে এখনও বলেননি তিনি।

ফারুক হাসান বলেন, অভিযোগের প্রেক্ষিতে নূর কাতারে ইসরাইলি নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন। তবে কোনো রকম আর্থিক সুবিধা গ্রহণের বিষয়ে অস্বীকার করেন। বৈঠকের কথা স্বীকার করলেও এ বৈঠকের আলোচ্য সূচি কী ছিল, তা তিনি কেন্দ্রীয় কমিটির সদস্যদের অবগত করতে অস্বীকৃতি জানান।

এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, নুরের আর্থিক অনিয়ম ও মোসাদের সাথে বৈঠকের বিষয়ে তদন্ত চলছে একই সাথে সরকারকেও তদন্ত করার আহবান জানান তারা। নুর সাংগঠনিক নিয়ম না মেনে দলের আহবায়ক রেজা কিবরিয়াকে বহিষ্কার করেছেন বলেও দাবি করেন তারা।

এসময় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-জামায়াতে ইসলামীর আমির সহ রাজবন্দীদের মুক্তির দাবি জানান নেতাকর্মীরা। এছাড়া ইসরায়েলী কোনো ব্যক্তির সাথে বাংলাদেশেী কোনো নাগরিকের গোপন যোগাযোগ থাকলে তা তদন্ত করে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ কররা দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা।

Tag :

Please Share This Post in Your Social Media


মেন্দি সাফাদির সঙ্গে দেখা করার কথা স্বীকার করেছেন নূর

Update Time : ০৩:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

ইসরাইলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর। দলটির অভ্যন্তরীণ বৈঠকে সাফাদির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদের একাংশের সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান।

তবে কী বিষয়ে ইসরাইলি নাগরিকের সঙ্গে নূর বৈঠক করেছেন তা দলকে এখনও বলেননি তিনি।

ফারুক হাসান বলেন, অভিযোগের প্রেক্ষিতে নূর কাতারে ইসরাইলি নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন। তবে কোনো রকম আর্থিক সুবিধা গ্রহণের বিষয়ে অস্বীকার করেন। বৈঠকের কথা স্বীকার করলেও এ বৈঠকের আলোচ্য সূচি কী ছিল, তা তিনি কেন্দ্রীয় কমিটির সদস্যদের অবগত করতে অস্বীকৃতি জানান।

এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, নুরের আর্থিক অনিয়ম ও মোসাদের সাথে বৈঠকের বিষয়ে তদন্ত চলছে একই সাথে সরকারকেও তদন্ত করার আহবান জানান তারা। নুর সাংগঠনিক নিয়ম না মেনে দলের আহবায়ক রেজা কিবরিয়াকে বহিষ্কার করেছেন বলেও দাবি করেন তারা।

এসময় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-জামায়াতে ইসলামীর আমির সহ রাজবন্দীদের মুক্তির দাবি জানান নেতাকর্মীরা। এছাড়া ইসরায়েলী কোনো ব্যক্তির সাথে বাংলাদেশেী কোনো নাগরিকের গোপন যোগাযোগ থাকলে তা তদন্ত করে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ কররা দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা।