তেল আবিব পুলিশ প্রধানের পদত্যাগের ঘোষণা

  • Update Time : ০১:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / 163

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তেল আবিব পুলিশের প্রধান অ্যামি এশেদ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে এ কথা জানান অ্যামি।

এশেদের অভিযোগ, সরকারবিরোধী বিক্ষোভকারীদের দমন করতে নেতানিয়াহু সরকার অতিরিক্ত শক্তিপ্রয়োগ করতে চেয়েছে।

যদিও ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গভিরের নাম উল্লেখ করেননি অ্যামি। সম্প্রতি দেশটির বিচারব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার বিরুদ্ধে মানুষ বিক্ষোভ শুরু করলে তাদের কঠোরভাবে দমন করার আহ্বান জানিয়েছিলেন বেন-গভির।

টেলিভিশনে দেয়া বক্তব্যে অ্যামি এশেদ বলেন, তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো আমি একটি অযৌক্তিক বাস্তবতার সম্মুখীন হয়েছি, যেখানে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করার পরিবর্তে আমাকে ঠিক বিপরীত কাজটি করতে হচ্ছিল।

বেন-গভির, যিনি মার্চ মাসে এশেদকে জানিয়েছিলেন যে তাকে বাহিনীতে একটি নতুন ভূমিকায় নিযুক্ত করা হবে, এটি তার পুলিশ প্রধান হওয়ার সম্ভাবনাকে ড্যাশ করার মতো পদক্ষেপ হিসাবে দেখা হয়েছে, একটি টেলিভিশন বিবৃতিতে বলেছেন যে এশেদ একটি বিপজ্জনক লাইন অতিক্রম করেছে।

এদিকে এশেদের পদত্যাগের ঘোষণার পরপরই ‘গণতন্ত্র’ স্লোগান ও হাতে পতাকা নিয়ে রাজধানী তেল আবিবের সড়কে নেমে আসেন শত শত বিক্ষোভকারী। এসময় প্রধান একটি মহাসড়ক অবরোধ করেন তারা। রাস্তায় আগুন ধরানোর পাশাপাশি পুলিশের সাথেও দ্বন্দ্বে জড়ায় বিক্ষোভকারীরা।

গত বছরের ২৯ ডিসেম্বর ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতায় বসার পরপরই দেশটির সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে আনাসহ বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি।

সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে ইসরাইলের পার্লামেন্টকে। আর এতেই বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। পরে তাতে যুক্ত হয় ফিলিস্তিনসহ নানা ইস্যু।

Tag :

Please Share This Post in Your Social Media


তেল আবিব পুলিশ প্রধানের পদত্যাগের ঘোষণা

Update Time : ০১:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তেল আবিব পুলিশের প্রধান অ্যামি এশেদ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে এ কথা জানান অ্যামি।

এশেদের অভিযোগ, সরকারবিরোধী বিক্ষোভকারীদের দমন করতে নেতানিয়াহু সরকার অতিরিক্ত শক্তিপ্রয়োগ করতে চেয়েছে।

যদিও ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গভিরের নাম উল্লেখ করেননি অ্যামি। সম্প্রতি দেশটির বিচারব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার বিরুদ্ধে মানুষ বিক্ষোভ শুরু করলে তাদের কঠোরভাবে দমন করার আহ্বান জানিয়েছিলেন বেন-গভির।

টেলিভিশনে দেয়া বক্তব্যে অ্যামি এশেদ বলেন, তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো আমি একটি অযৌক্তিক বাস্তবতার সম্মুখীন হয়েছি, যেখানে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করার পরিবর্তে আমাকে ঠিক বিপরীত কাজটি করতে হচ্ছিল।

বেন-গভির, যিনি মার্চ মাসে এশেদকে জানিয়েছিলেন যে তাকে বাহিনীতে একটি নতুন ভূমিকায় নিযুক্ত করা হবে, এটি তার পুলিশ প্রধান হওয়ার সম্ভাবনাকে ড্যাশ করার মতো পদক্ষেপ হিসাবে দেখা হয়েছে, একটি টেলিভিশন বিবৃতিতে বলেছেন যে এশেদ একটি বিপজ্জনক লাইন অতিক্রম করেছে।

এদিকে এশেদের পদত্যাগের ঘোষণার পরপরই ‘গণতন্ত্র’ স্লোগান ও হাতে পতাকা নিয়ে রাজধানী তেল আবিবের সড়কে নেমে আসেন শত শত বিক্ষোভকারী। এসময় প্রধান একটি মহাসড়ক অবরোধ করেন তারা। রাস্তায় আগুন ধরানোর পাশাপাশি পুলিশের সাথেও দ্বন্দ্বে জড়ায় বিক্ষোভকারীরা।

গত বছরের ২৯ ডিসেম্বর ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতায় বসার পরপরই দেশটির সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে আনাসহ বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি।

সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে ইসরাইলের পার্লামেন্টকে। আর এতেই বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। পরে তাতে যুক্ত হয় ফিলিস্তিনসহ নানা ইস্যু।