কুসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা করলেন মেয়র আরফানুল হক রিফাত

  • Update Time : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / 112

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা
কুমিল্লা সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেট ঘোষনা করেছেন মেয়র আরফানুল হক রিফাত।

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন, ডাস্টবিন, ফুটপাত, খাল খনন, হাট-বাজার, ঈদগাহ, মসজিদ, কবরস্থান, মন্দির, স্কুল, কলেজসহ অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা বাস্তবায়নের রূপরেখাকে সামনে রেখে ২০২৩-২০২৪ অর্থবছরে ৭৪৮ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকার বাজেট ঘোষণা করেছেন তিনি। যা কুসিকের বিদায়ী সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর ঘোষিত শেষ বাজেট (২০২২-২০২৩) এর দ্বিগুণ। ২০২২-২০২৩ অর্থবছরে বাজেট ছিল ৩৭৩ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৮৬০.৬৯ টাকা। ২০২১-২০২২ অর্থবছরে বাজেট ছিল ১৮৫ কোটি ৮৭ লাখ ৪৮ কোটি ৭৭৮.১০টাকা। উন্নয়ন খাতে ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ৬৮৫ কোটি ২০ লাখ ৯৪ হাজার ১৮১.৬২ কোটি টাকা।

বুধবার (৫ জুলাই) সকালে নগরভবনের সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. সফিকুল ইসলামের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

বাজেট ঘোষণায় মেয়র আরফানুল হক রিফাত বলেন, ধর্মসাগরের চারপাশে ওয়াকওয়ে নির্মানের মধ্যদিয়ে বিউটিফিকেশন কাজ করা হবে। বাসস্টেশন সংস্করণ, জলাবদ্ধতা নিরসনে বড় খালের খননে স্থায়ীভাবে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও বেশ কিছু বড় উন্নয়ন কাজের কর্মপরিকল্পনা রয়েছে চলতি বছরে। কুকুর ও মশক নিধনে ব্যয় ১০ লাখ টাকা। বাড়ি নির্মানে অনুমোদনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হবে বলেও জানান মেয়র আরফানুল হক রিফাত।

বাজেট ঘোষণার পর মেয়র আরফানুল হক রিফাত সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, একবছর খুব বেশি সময় না। জলাবদ্ধতা ও যানজট নিরসনে খুব অল্পসময়ের মধ্যে আপনাদের আমরা একটি ভালো রেজাল্ট দিব। ওয়ার্ড কাউন্সিলরদের নিরন্তর চেষ্টা ও নগরীর সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় কুমিল্লা সিটিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ইনশাল্লাহ, সামনের দিনগুলোতে কুমিল্লা নগরী একটি আধুনিক ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মাসুদুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল ওয়াদুদ, হিসাব রক্ষক নূরনবী আজাদ, প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, মঞ্জুর কাদের মনি ও কাউছারা বেগম, কুসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আবুল কালাম আজাদসহ সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media


কুসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা করলেন মেয়র আরফানুল হক রিফাত

Update Time : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা
কুমিল্লা সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেট ঘোষনা করেছেন মেয়র আরফানুল হক রিফাত।

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন, ডাস্টবিন, ফুটপাত, খাল খনন, হাট-বাজার, ঈদগাহ, মসজিদ, কবরস্থান, মন্দির, স্কুল, কলেজসহ অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা বাস্তবায়নের রূপরেখাকে সামনে রেখে ২০২৩-২০২৪ অর্থবছরে ৭৪৮ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকার বাজেট ঘোষণা করেছেন তিনি। যা কুসিকের বিদায়ী সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর ঘোষিত শেষ বাজেট (২০২২-২০২৩) এর দ্বিগুণ। ২০২২-২০২৩ অর্থবছরে বাজেট ছিল ৩৭৩ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৮৬০.৬৯ টাকা। ২০২১-২০২২ অর্থবছরে বাজেট ছিল ১৮৫ কোটি ৮৭ লাখ ৪৮ কোটি ৭৭৮.১০টাকা। উন্নয়ন খাতে ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ৬৮৫ কোটি ২০ লাখ ৯৪ হাজার ১৮১.৬২ কোটি টাকা।

বুধবার (৫ জুলাই) সকালে নগরভবনের সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. সফিকুল ইসলামের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

বাজেট ঘোষণায় মেয়র আরফানুল হক রিফাত বলেন, ধর্মসাগরের চারপাশে ওয়াকওয়ে নির্মানের মধ্যদিয়ে বিউটিফিকেশন কাজ করা হবে। বাসস্টেশন সংস্করণ, জলাবদ্ধতা নিরসনে বড় খালের খননে স্থায়ীভাবে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও বেশ কিছু বড় উন্নয়ন কাজের কর্মপরিকল্পনা রয়েছে চলতি বছরে। কুকুর ও মশক নিধনে ব্যয় ১০ লাখ টাকা। বাড়ি নির্মানে অনুমোদনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হবে বলেও জানান মেয়র আরফানুল হক রিফাত।

বাজেট ঘোষণার পর মেয়র আরফানুল হক রিফাত সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, একবছর খুব বেশি সময় না। জলাবদ্ধতা ও যানজট নিরসনে খুব অল্পসময়ের মধ্যে আপনাদের আমরা একটি ভালো রেজাল্ট দিব। ওয়ার্ড কাউন্সিলরদের নিরন্তর চেষ্টা ও নগরীর সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় কুমিল্লা সিটিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ইনশাল্লাহ, সামনের দিনগুলোতে কুমিল্লা নগরী একটি আধুনিক ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মাসুদুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল ওয়াদুদ, হিসাব রক্ষক নূরনবী আজাদ, প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, মঞ্জুর কাদের মনি ও কাউছারা বেগম, কুসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আবুল কালাম আজাদসহ সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।