রাশিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে: পুতিন

  • Update Time : ০৪:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / 167

নিজস্ব প্রতিবেদকঃ

ওয়াগনার গ্রুপের বিদ্রোহকে ‘পিঠে ছুরি মারা’ অভিহিত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘রাশিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে। কারও কারও উচ্চাকাঙ্ক্ষা তাদের গভীর রাষ্ট্রদ্রোহিতার দিকে নিয়ে যাচ্ছে।’

শনিবার রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের কথিত ‘বিদ্রোহী’ তৎপরতাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন পুতিন। খবর: বিবিসি।

ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের দিকে ইঙ্গিত করে একথা বললেও তার নাম উল্লেখ করেননি তিনি।

ভাষণে তিনি ওয়াগনার যোদ্ধাদের কোনো উল্লেখ না করে বলেছেন, রুশদের প্রতারণার মাধ্যমে অপরাধমূলক দুঃসাহসিক কাজে জড়ানো হয়েছে।

রাশিয়ার সমাজকে যারা বিভক্ত করছে তাদের ‘অনিবার্য শাস্তির’ বিষয়ে সতর্ক করেন তিনি। রাজধানী মস্কো ও অন্য বেশ কয়েকটি শহরে এখন সন্ত্রাসবিরোধী আইন জারি আছে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়াকে রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, সংকট মোকাবেলার জন্য সব ‘প্রয়োজনীয় আদেশ এরই মধ্যে দেওয়া হয়েছে’।

তার এ কথার মাধ্যমেই সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণ শেষ হয়। ভাষণে তিনি একবারের জন্য প্রিগোজিনের নাম নেননি।

ওয়াগনারের ভাড়াটে যোদ্ধাদের কথা উল্লেখ করলেও রাশিয়ার হয়ে লড়াই করার জন্য শুধু তাদের প্রশংসা করেছেন।

ভাষণে পুতিন রাশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দেশটির সব বাহিনীগুলোকে সমন্বিতভাবে কাজ করতে বলেন আর যা হচ্ছে তা দেশের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেন।

ওয়াগনার গ্রুপ প্রধান প্রিগোজিনের রাশিয়ার সামরিক নেতৃত্বের পতন ঘটানোর ঘোষণা ও তৎপরতা শুরুর পর এই প্রথম কথা বললেন পুতিন।

Tag :

Please Share This Post in Your Social Media


রাশিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে: পুতিন

Update Time : ০৪:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ওয়াগনার গ্রুপের বিদ্রোহকে ‘পিঠে ছুরি মারা’ অভিহিত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘রাশিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে। কারও কারও উচ্চাকাঙ্ক্ষা তাদের গভীর রাষ্ট্রদ্রোহিতার দিকে নিয়ে যাচ্ছে।’

শনিবার রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের কথিত ‘বিদ্রোহী’ তৎপরতাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন পুতিন। খবর: বিবিসি।

ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের দিকে ইঙ্গিত করে একথা বললেও তার নাম উল্লেখ করেননি তিনি।

ভাষণে তিনি ওয়াগনার যোদ্ধাদের কোনো উল্লেখ না করে বলেছেন, রুশদের প্রতারণার মাধ্যমে অপরাধমূলক দুঃসাহসিক কাজে জড়ানো হয়েছে।

রাশিয়ার সমাজকে যারা বিভক্ত করছে তাদের ‘অনিবার্য শাস্তির’ বিষয়ে সতর্ক করেন তিনি। রাজধানী মস্কো ও অন্য বেশ কয়েকটি শহরে এখন সন্ত্রাসবিরোধী আইন জারি আছে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়াকে রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, সংকট মোকাবেলার জন্য সব ‘প্রয়োজনীয় আদেশ এরই মধ্যে দেওয়া হয়েছে’।

তার এ কথার মাধ্যমেই সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণ শেষ হয়। ভাষণে তিনি একবারের জন্য প্রিগোজিনের নাম নেননি।

ওয়াগনারের ভাড়াটে যোদ্ধাদের কথা উল্লেখ করলেও রাশিয়ার হয়ে লড়াই করার জন্য শুধু তাদের প্রশংসা করেছেন।

ভাষণে পুতিন রাশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দেশটির সব বাহিনীগুলোকে সমন্বিতভাবে কাজ করতে বলেন আর যা হচ্ছে তা দেশের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেন।

ওয়াগনার গ্রুপ প্রধান প্রিগোজিনের রাশিয়ার সামরিক নেতৃত্বের পতন ঘটানোর ঘোষণা ও তৎপরতা শুরুর পর এই প্রথম কথা বললেন পুতিন।