নীলফামারী পুলিশ উদ্ধার করলো ব্যবসায়ীর টাকা

  • Update Time : ০৫:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / 208

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলার রফিকুল ইসলাম নামে এক ভুট্টা ব্যবসায়ী ভুট্টা কেনার জন্য নীলফামারীতে আসেন। তিনি ধুনটের চৌকিবাড়ী এলাকার মৃত আমির হামজার ছেলে।

শনিবার (১০ জুন) সকালে তিনি নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কানাইকাটা এলাকায় এক চায়ের দোকানে চা নাস্তা করে ভুলে টাকাসহ একটি ব্যাগ রেখে চলে যান। পরে ব্যাগটি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। হারিয়ে যাওয়া ব্যাগে ১৫ লাখ টাকাসহ অফিসিয়াল গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট ছিল।
তিনি টাকা উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে নীলফামারীর সদর থানার পুলিশের নিকট তথ্য আসে। পুলিশ টাকা উদ্ধারে অভিযানে নেমে ৪ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৫ লাখ টাকা উদ্ধার করে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কানাইকাটা এলাকায় চায়ের দোকানে ভুলে ব্যাগ রেখে এসেছেন। পরে ব্যাগটি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। হারিয়ে যাওয়া ব্যাগে ১৫ লাখ টাকাসহ অফিসিয়াল গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রাদি ছিল।

সংবাদটি পাওয়া মাত্র নীলফামারী সদর থানার মোবাইল টিমের দায়িত্বে থাকা এসআই রনি কয়েকজন পুলিশ সদস্য সঙ্গে নিয়ে তাৎক্ষণিক উক্ত এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন। বিকেল ৩টার দিকে চায়ের দোকানদার জবেদ আলীর বাড়ি থেকে টাকাসহ ব্যাগটি পুলিশ উদ্ধার করে।
সন্ধ্যায় সবার উপস্থিতিতে টাকার ব্যাগটি প্রকৃত মালিক মোঃ রফিকুল ইসলামকে হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার, পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডলসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারী পুলিশ উদ্ধার করলো ব্যবসায়ীর টাকা

Update Time : ০৫:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলার রফিকুল ইসলাম নামে এক ভুট্টা ব্যবসায়ী ভুট্টা কেনার জন্য নীলফামারীতে আসেন। তিনি ধুনটের চৌকিবাড়ী এলাকার মৃত আমির হামজার ছেলে।

শনিবার (১০ জুন) সকালে তিনি নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কানাইকাটা এলাকায় এক চায়ের দোকানে চা নাস্তা করে ভুলে টাকাসহ একটি ব্যাগ রেখে চলে যান। পরে ব্যাগটি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। হারিয়ে যাওয়া ব্যাগে ১৫ লাখ টাকাসহ অফিসিয়াল গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট ছিল।
তিনি টাকা উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে নীলফামারীর সদর থানার পুলিশের নিকট তথ্য আসে। পুলিশ টাকা উদ্ধারে অভিযানে নেমে ৪ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৫ লাখ টাকা উদ্ধার করে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কানাইকাটা এলাকায় চায়ের দোকানে ভুলে ব্যাগ রেখে এসেছেন। পরে ব্যাগটি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। হারিয়ে যাওয়া ব্যাগে ১৫ লাখ টাকাসহ অফিসিয়াল গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রাদি ছিল।

সংবাদটি পাওয়া মাত্র নীলফামারী সদর থানার মোবাইল টিমের দায়িত্বে থাকা এসআই রনি কয়েকজন পুলিশ সদস্য সঙ্গে নিয়ে তাৎক্ষণিক উক্ত এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন। বিকেল ৩টার দিকে চায়ের দোকানদার জবেদ আলীর বাড়ি থেকে টাকাসহ ব্যাগটি পুলিশ উদ্ধার করে।
সন্ধ্যায় সবার উপস্থিতিতে টাকার ব্যাগটি প্রকৃত মালিক মোঃ রফিকুল ইসলামকে হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার, পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডলসহ অন্যান্য পুলিশ সদস্যরা।