বাঁশি বাজিয়ে ও সবুজ নিশান উড়িয়ে চিলাহাটি এক্সপ্রেস এর উদ্বোধন

  • Update Time : ০৭:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / 239

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর চিলাহাটি থেকে চিলাহাটি – ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ চলাচলের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

রবিবার ৪ জুন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে বাঁশি বাজিয়ে ও সবুজ নিশান উড়িয়ে ট্রেনটি চলাচলের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং গণভবনে অবস্থান করেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবির। এদিকে চিলাহাটি রেলওয়ে স্টেশন প্রান্তে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তাঁর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, রংপুর রেঞ্জের ডিআইজি মুহাম্মদ আবদুল আলিম, পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম, রেলওয়ে পশ্চিম এর মহা ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এড. মমতাজুল হক, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুল মোমিন, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য সরকার ফারহানা আকতার সুমিসহ রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা।

‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটি থেকে ছাড়বে সকাল ৬টায় আর ঢাকা কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে বেলা ৩টা ১০ মিনিটে। আবার ঢাকা থেকে ছাড়বে বিকাল ৫.০০ মিনিটে চিলাহাটি পৌঁছাবে রাত ৩টায় । যাওয়ার পথে যাত্রীদের উঠানামা বিরতি স্টপেজ ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, বিরামপুর, জয়পুরহাট, সান্তাহার , নাটোর ও বাইপাস ঈশ্বরদি হয়ে ঢাকার বিমানবন্দর স্টেশনে ২টা ৩০ মিনিটে ও কমলাপুরে ৩টা ১০ মিনিটে পৌঁছাবে।
ট্রেনটি আগামী ৭ জুন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে।

Tag :

Please Share This Post in Your Social Media


বাঁশি বাজিয়ে ও সবুজ নিশান উড়িয়ে চিলাহাটি এক্সপ্রেস এর উদ্বোধন

Update Time : ০৭:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর চিলাহাটি থেকে চিলাহাটি – ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ চলাচলের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

রবিবার ৪ জুন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে বাঁশি বাজিয়ে ও সবুজ নিশান উড়িয়ে ট্রেনটি চলাচলের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং গণভবনে অবস্থান করেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবির। এদিকে চিলাহাটি রেলওয়ে স্টেশন প্রান্তে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তাঁর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, রংপুর রেঞ্জের ডিআইজি মুহাম্মদ আবদুল আলিম, পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম, রেলওয়ে পশ্চিম এর মহা ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এড. মমতাজুল হক, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুল মোমিন, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য সরকার ফারহানা আকতার সুমিসহ রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা।

‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটি থেকে ছাড়বে সকাল ৬টায় আর ঢাকা কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে বেলা ৩টা ১০ মিনিটে। আবার ঢাকা থেকে ছাড়বে বিকাল ৫.০০ মিনিটে চিলাহাটি পৌঁছাবে রাত ৩টায় । যাওয়ার পথে যাত্রীদের উঠানামা বিরতি স্টপেজ ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, বিরামপুর, জয়পুরহাট, সান্তাহার , নাটোর ও বাইপাস ঈশ্বরদি হয়ে ঢাকার বিমানবন্দর স্টেশনে ২টা ৩০ মিনিটে ও কমলাপুরে ৩টা ১০ মিনিটে পৌঁছাবে।
ট্রেনটি আগামী ৭ জুন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে।