মহাকাশে পাঠানো উত্তর কোরিয়ার উপগ্রহ সাগরে পতিত

  • Update Time : ১২:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / 126

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সামরিক তৎপরতা নজরদারির জন্য উত্তর কোরিয়া মহাকাশে যে উপগ্রহ পাঠাচ্ছিলো, তা দুর্ঘটনার শিকার হয়ে সাগরে পতিত হয়েছে।

বুধবার উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের কিছু সময়ের মধ্যেই দুর্ঘটনায় পরে এবং সমুদ্রে ডুবে যায়।

স্যাটেলাইটটি পতিত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তেমন কিছু জানায়নি কিম জং উনের প্রশাসন। বিবিসি জানায়, যত দ্রুত সম্ভব আবারও স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ইঞ্জিন ও জ্বালানি ব্যবস্থায় অস্থিরতার কারণে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। রকেটটি দ্বিতীয় পর্যায়ের ইঞ্জিনের অস্বাভাবিক স্টার্টের কারণে থ্রাস্ট হারানোর পরে সমুদ্রে নিমজ্জিত হয়।

এদিকে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ আজ বুধবার বলেছেন, মহাকাশ উৎক্ষেপণ যানের অংশ পুনরুদ্ধার করতে সেনাবাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে। সেনাবাহিনী পানি থেকে তোলা ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছে।

এরআগে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনায় ব্যাপক সতর্কতা নেয় জাপান। ২০২২ সালে সাউথ কোরিয়া রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এ বছরের শুরু থেকে প্রায় ৩০টি পরীক্ষা চালিয়েছে দেশটি।

পিয়ংইয়ং ২০১২ এবং ২০১৬ সালে কক্ষপথে তার প্রথম এবং দ্বিতীয়বার পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট স্থাপন করেছিল।

Tag :

Please Share This Post in Your Social Media


মহাকাশে পাঠানো উত্তর কোরিয়ার উপগ্রহ সাগরে পতিত

Update Time : ১২:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সামরিক তৎপরতা নজরদারির জন্য উত্তর কোরিয়া মহাকাশে যে উপগ্রহ পাঠাচ্ছিলো, তা দুর্ঘটনার শিকার হয়ে সাগরে পতিত হয়েছে।

বুধবার উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের কিছু সময়ের মধ্যেই দুর্ঘটনায় পরে এবং সমুদ্রে ডুবে যায়।

স্যাটেলাইটটি পতিত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তেমন কিছু জানায়নি কিম জং উনের প্রশাসন। বিবিসি জানায়, যত দ্রুত সম্ভব আবারও স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ইঞ্জিন ও জ্বালানি ব্যবস্থায় অস্থিরতার কারণে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। রকেটটি দ্বিতীয় পর্যায়ের ইঞ্জিনের অস্বাভাবিক স্টার্টের কারণে থ্রাস্ট হারানোর পরে সমুদ্রে নিমজ্জিত হয়।

এদিকে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ আজ বুধবার বলেছেন, মহাকাশ উৎক্ষেপণ যানের অংশ পুনরুদ্ধার করতে সেনাবাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে। সেনাবাহিনী পানি থেকে তোলা ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছে।

এরআগে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনায় ব্যাপক সতর্কতা নেয় জাপান। ২০২২ সালে সাউথ কোরিয়া রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এ বছরের শুরু থেকে প্রায় ৩০টি পরীক্ষা চালিয়েছে দেশটি।

পিয়ংইয়ং ২০১২ এবং ২০১৬ সালে কক্ষপথে তার প্রথম এবং দ্বিতীয়বার পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট স্থাপন করেছিল।