এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে: জাহাঙ্গীর

  • Update Time : ১১:১৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • / 108

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (২৫ মে) কানাইয়া ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রোয়োগ শেষে তিনি একথা বলেন।

এসময় তার মা জায়েদা খাতুন ভোট দেন। তবে তিনি গণমাধ্যমকে বলেন, ভোট সুষ্ঠ হচ্ছে। আমি ভালো ভাবেই ভোট দিতে পেরেছি।

এদিন সকাল থেকে নিজের মাকে নিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে দেখা যায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। এসময় ভোট নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে মায়ের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

২০২১ সালের সেপ্টেম্বর গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই অডিওতে মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করতে শোনা যায় তাকে।

এ ঘটনায় ওই বছরের ১৯ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে বেশকিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে একই বছরের ২৫ নভেম্বর তাকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে জাহাঙ্গীর আলমকে ক্ষমাও করা হয়। গত ১ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে তাকে ক্ষমা করার কথা জানানো হয়। ওই চিঠিতে বলা হয়, ভবিষ্যতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।

তবে গত ১৫মে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। ওইদিন দলটির দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরই মধ্যে ঋণখেলাপির দায়ে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তার জায়গায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান আজমত উল্লা খান। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে ভোটে লড়ছেন জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। মায়ের পক্ষে জাহাঙ্গীর আলম ভোটের প্রচারণায়ও অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media


এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে: জাহাঙ্গীর

Update Time : ১১:১৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (২৫ মে) কানাইয়া ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রোয়োগ শেষে তিনি একথা বলেন।

এসময় তার মা জায়েদা খাতুন ভোট দেন। তবে তিনি গণমাধ্যমকে বলেন, ভোট সুষ্ঠ হচ্ছে। আমি ভালো ভাবেই ভোট দিতে পেরেছি।

এদিন সকাল থেকে নিজের মাকে নিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে দেখা যায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। এসময় ভোট নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে মায়ের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

২০২১ সালের সেপ্টেম্বর গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই অডিওতে মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করতে শোনা যায় তাকে।

এ ঘটনায় ওই বছরের ১৯ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে বেশকিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে একই বছরের ২৫ নভেম্বর তাকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে জাহাঙ্গীর আলমকে ক্ষমাও করা হয়। গত ১ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে তাকে ক্ষমা করার কথা জানানো হয়। ওই চিঠিতে বলা হয়, ভবিষ্যতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।

তবে গত ১৫মে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। ওইদিন দলটির দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরই মধ্যে ঋণখেলাপির দায়ে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তার জায়গায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান আজমত উল্লা খান। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে ভোটে লড়ছেন জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। মায়ের পক্ষে জাহাঙ্গীর আলম ভোটের প্রচারণায়ও অংশ নেন।