লাইফ বীমার ৭ কোম্পানিকে আইডিআরএ’র নির্দেশনা

  • Update Time : ০৩:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / 122

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের লাইফ বীমা খাতে ১৩টি কোম্পানির বিষয়ে তদন্ত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর মধ্যে ৭টি কোম্পানির তদন্ত প্রতিবেদন নিয়ে শুনানি শেষে ৮টি নির্দেশনা জারি করেছে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে আইডিআরএ।

৭টি লাইফ বীমা কোম্পানি হলো- প্রোটেক্টিড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোকে যে নির্দেশনা দেওয়া হয়েছে:

১. দ্বিতীয়বর্ষে পলিসি নবায়নের হার ৭০ শতাংশে উন্নীত করতে হবে।

২. তামাদি পলিসির সংখ্যা বা হার কমাতে হবে।

৩. গাড়ি সংক্রান্ত ব্যয় কমাতে হবে।

৪. ৩০ শতাংশ ব্যবস্থাপনা ব্যয় কমাতে হবে (কমিশন বাদে)।

৫. কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় কমিয়ে লাইফ ফান্ড বাড়াতে হবে।

৬. গ্রস প্রিমিয়াম আয় বাড়াতে হবে।

৭. দ্রুত বিমা দাবি পরিশোধ করে বিমা দাবি পরিশোধের হার বাড়াতে হবে।

৮. বিনিয়োগ রিটার্নের হার বাজার সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।

আইডিআরএ বলছে, লাইফ বীমা কোম্পানিসমূহের বাস্তব অবস্থা পর্যালোচনার মাধ্যমে ব্যবসায় উন্নয়ন ও বীমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েকটি লাইফ বীমা কোম্পানির সার্বিক কার্যক্রম তদন্ত করা হয়। এ তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ২ মে থেকে ২২ মে ২০২৩ পর্যন্ত ৭টি কোম্পানির সাথে কর্তৃপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্যগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী ও সিএফওসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ২০২২ সালের ২৪ জুলাই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’কে ২০১৩ ও ২০১৪ সালে অনুমোদন পাওয়া ১৩টি লাইফ বীমা কোম্পানির সার্বিক কার্যক্রম তদন্তের নির্দেশ দেয়।

তদন্ত পরিচালিত হওয়া কোম্পানিগুলো হলো- চার্টার্ড লাইফ, সোনালী লাইফ, জেনিথ ইসলামী লাইফ, প্রটেক্টিভ ইসলামী লাইফ, বেস্ট লাইফ, বেঙ্গল ইসলামী লাইফ, স্বদেশ লাইফ, ট্রাস্ট ইসলামী লাইফ, আলফা ইসলামী লাইফ, ডায়মন্ড লাইফ, যমুনা লাইফ, গার্ডিয়ান লাইফ এবং মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

Tag :

Please Share This Post in Your Social Media


লাইফ বীমার ৭ কোম্পানিকে আইডিআরএ’র নির্দেশনা

Update Time : ০৩:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের লাইফ বীমা খাতে ১৩টি কোম্পানির বিষয়ে তদন্ত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর মধ্যে ৭টি কোম্পানির তদন্ত প্রতিবেদন নিয়ে শুনানি শেষে ৮টি নির্দেশনা জারি করেছে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে আইডিআরএ।

৭টি লাইফ বীমা কোম্পানি হলো- প্রোটেক্টিড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোকে যে নির্দেশনা দেওয়া হয়েছে:

১. দ্বিতীয়বর্ষে পলিসি নবায়নের হার ৭০ শতাংশে উন্নীত করতে হবে।

২. তামাদি পলিসির সংখ্যা বা হার কমাতে হবে।

৩. গাড়ি সংক্রান্ত ব্যয় কমাতে হবে।

৪. ৩০ শতাংশ ব্যবস্থাপনা ব্যয় কমাতে হবে (কমিশন বাদে)।

৫. কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় কমিয়ে লাইফ ফান্ড বাড়াতে হবে।

৬. গ্রস প্রিমিয়াম আয় বাড়াতে হবে।

৭. দ্রুত বিমা দাবি পরিশোধ করে বিমা দাবি পরিশোধের হার বাড়াতে হবে।

৮. বিনিয়োগ রিটার্নের হার বাজার সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।

আইডিআরএ বলছে, লাইফ বীমা কোম্পানিসমূহের বাস্তব অবস্থা পর্যালোচনার মাধ্যমে ব্যবসায় উন্নয়ন ও বীমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েকটি লাইফ বীমা কোম্পানির সার্বিক কার্যক্রম তদন্ত করা হয়। এ তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ২ মে থেকে ২২ মে ২০২৩ পর্যন্ত ৭টি কোম্পানির সাথে কর্তৃপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্যগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী ও সিএফওসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ২০২২ সালের ২৪ জুলাই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’কে ২০১৩ ও ২০১৪ সালে অনুমোদন পাওয়া ১৩টি লাইফ বীমা কোম্পানির সার্বিক কার্যক্রম তদন্তের নির্দেশ দেয়।

তদন্ত পরিচালিত হওয়া কোম্পানিগুলো হলো- চার্টার্ড লাইফ, সোনালী লাইফ, জেনিথ ইসলামী লাইফ, প্রটেক্টিভ ইসলামী লাইফ, বেস্ট লাইফ, বেঙ্গল ইসলামী লাইফ, স্বদেশ লাইফ, ট্রাস্ট ইসলামী লাইফ, আলফা ইসলামী লাইফ, ডায়মন্ড লাইফ, যমুনা লাইফ, গার্ডিয়ান লাইফ এবং মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।