শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাণীনগরে আওয়ামী লীগের বিক্ষোভ

  • Update Time : ০৬:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / 483

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: রাজশাহীতে বিএনপির সমাবেশে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো। সোমবার বিকেল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর বিজয়ের মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বজল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ আশিকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রতিবাদ সমাবেশে হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির সমুচিত জবাব দেওয়া হবে। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সব সময় আওয়ামীলীগ রাজপথে প্রস্তুত আছে।

Tag :

Please Share This Post in Your Social Media


শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাণীনগরে আওয়ামী লীগের বিক্ষোভ

Update Time : ০৬:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: রাজশাহীতে বিএনপির সমাবেশে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো। সোমবার বিকেল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর বিজয়ের মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বজল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ আশিকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রতিবাদ সমাবেশে হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির সমুচিত জবাব দেওয়া হবে। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সব সময় আওয়ামীলীগ রাজপথে প্রস্তুত আছে।