চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব আন্দোলনসংগঠনের চা শ্রমিক দিবসের প্রস্তুতি সভা

  • Update Time : ০৯:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / 918

লিটন মুন্ডা, চুনারুঘাট প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার লস্করপুর ভ্যালির তেলিয়াপাড়া চা বাগানের পাঠাগারে চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব আন্দোলন সংগঠন এর উদ্যোগে এক মতবিনিময় যৌথ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব আন্দোলন সংগঠন এর সভাপতি বিরেন কালিন্দী এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুকেশ কর্মকার অনুপ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত প্যানেল সেক্রেটারি চা শ্রমিক নেতা – লালন পাহান, বাংলাদেশ চা কন্যা নারী সংগঠন এর আহ্বায়ক চা শ্রমিকনেত্রী – খাইরুন আক্তার, চা শ্রমিকনেতা – প্রদ্বীপ কৈরী, সুবল মালাকার, চা শ্রমিকদের সেবকের উদ্যোক্তা লিটন মুন্ডা, সাজু বাউরী, শিশির রায়, আপন কাহার, বিশাল প্রমূখ।

এসময় বক্তারা আলোচনা করেন বর্তমান চা বাগানের প্রেক্ষাপট, এম ও ইউ দ্বিপক্ষীয় প্রসঙ্গে, নতুন নের্তৃত্ব বিকাশে ছাত্র যুব প্রার্থী হিসেবে যোগদান, বর্তমান ছাত্র-যুব কমিটির রদবদল, সংগঠনের পক্ষ থেকে রক্তদান কমিটি অনলাইনে পরিচালনা, আসন্ন ২০ শে মে লস্করপুর চা বাগানে যৌথভাবে করা।

সাংগঠনিক মতবিনিময় সভা পরিশেষে সকল সদস্যরা বৈকুন্ঠপুর চা বাগানে দীর্ঘ দিন যাবৎ অসুস্থ চা শ্রমিক যুবনেতা মনিম কর্মকারের সাথে সাক্ষাৎ করেন এবং সহায়তা প্রদান করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব আন্দোলনসংগঠনের চা শ্রমিক দিবসের প্রস্তুতি সভা

Update Time : ০৯:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

লিটন মুন্ডা, চুনারুঘাট প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার লস্করপুর ভ্যালির তেলিয়াপাড়া চা বাগানের পাঠাগারে চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব আন্দোলন সংগঠন এর উদ্যোগে এক মতবিনিময় যৌথ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব আন্দোলন সংগঠন এর সভাপতি বিরেন কালিন্দী এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুকেশ কর্মকার অনুপ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত প্যানেল সেক্রেটারি চা শ্রমিক নেতা – লালন পাহান, বাংলাদেশ চা কন্যা নারী সংগঠন এর আহ্বায়ক চা শ্রমিকনেত্রী – খাইরুন আক্তার, চা শ্রমিকনেতা – প্রদ্বীপ কৈরী, সুবল মালাকার, চা শ্রমিকদের সেবকের উদ্যোক্তা লিটন মুন্ডা, সাজু বাউরী, শিশির রায়, আপন কাহার, বিশাল প্রমূখ।

এসময় বক্তারা আলোচনা করেন বর্তমান চা বাগানের প্রেক্ষাপট, এম ও ইউ দ্বিপক্ষীয় প্রসঙ্গে, নতুন নের্তৃত্ব বিকাশে ছাত্র যুব প্রার্থী হিসেবে যোগদান, বর্তমান ছাত্র-যুব কমিটির রদবদল, সংগঠনের পক্ষ থেকে রক্তদান কমিটি অনলাইনে পরিচালনা, আসন্ন ২০ শে মে লস্করপুর চা বাগানে যৌথভাবে করা।

সাংগঠনিক মতবিনিময় সভা পরিশেষে সকল সদস্যরা বৈকুন্ঠপুর চা বাগানে দীর্ঘ দিন যাবৎ অসুস্থ চা শ্রমিক যুবনেতা মনিম কর্মকারের সাথে সাক্ষাৎ করেন এবং সহায়তা প্রদান করেন।