বগুড়ার শেরপুরে মহান মে দিবস পালন

  • Update Time : ০৭:২০:০০ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / 166

আব্দুস সালাম শাহীন, শেরপুর বগুড়া প্রতিনিধি:

শ্রমজীবী মানুষের সংগ্রাম আর সংহতির দিন মহান মে দিবস আজ। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন। ওই সময় তাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা ছিল না। নামমাত্র মজুরিতে তারা মালিকদের ইচ্ছানুযায়ী কাজ করতে বাধ্য হতেন। হে মার্কেটে আহূত ধর্মঘটী শ্রমিক সমাবেশে পুলিশ গুলি চালিয়ে আন্দোলন স্তব্ধ করে দিতে চেয়েছিল। গুলিতে মারা গিয়েছিলেন৬ শ্রমিক। এর প্রতিবাদে ৪ মে হাজার হাজার শ্রমিক ফেটে পড়েছিলেন বিক্ষোভে। সেদিনও পুলিশের গুলিতে ৫ শ্রমিক মৃত্যুবরণ করেছিলেন। আন্দোলন গড়ে তোলার অপরাধে কয়েকজন শ্রমিককে মৃত্যুদÐও দেয়া হয়েছিল। এভাবে প্রাণের বিনিময়ে শ্রমিক শ্রেণি কায়েম করেছিল দৈনিক ৮ ঘণ্টা শ্রমের অধিকার। শুধু তাই নয়, ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
এরই প্রেক্ষিতে বগুড়ার শেরপুরে জাতীয় শ্রমীকলীগ শেরপুর উপজেলা শাখার সদস্য সচিব কারিমুল ইসলামের নের্তৃত্বে ১ মে সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন পেশার প্রায় ১৩শত শ্রমিকদের সাথে নিয়ে একটি র‌্যালি শহর প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এতে উপজেলা দর্জি শ্রকি ইউনিয়নের সভাপতি মো. সেলিম, উপজেলা ও শহর ব্যাটারি চালিত ইজি বাইক মালিক সমিতির সভাপতি শাহিন আলম খাজা, জাতীয় শৃমিকলীগ শহর শাখার আহবায়ক আরিফুর রহমান আরিফ, কোচ চালক সঞ্চয় সমিতির সভাপতি বাবু, বগুড়া জেলা হোটল এ্যান্ড রেস্টুরেন্টের আহবায়ক সোহরাব হোসনে, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল সহযোগিতা করেন। এছাড়া শেরপুর উপজেলার অন্যান্য শ্রমিক সংগঠনের নেতা কর্মীরাও র‌্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


বগুড়ার শেরপুরে মহান মে দিবস পালন

Update Time : ০৭:২০:০০ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

আব্দুস সালাম শাহীন, শেরপুর বগুড়া প্রতিনিধি:

শ্রমজীবী মানুষের সংগ্রাম আর সংহতির দিন মহান মে দিবস আজ। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন। ওই সময় তাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা ছিল না। নামমাত্র মজুরিতে তারা মালিকদের ইচ্ছানুযায়ী কাজ করতে বাধ্য হতেন। হে মার্কেটে আহূত ধর্মঘটী শ্রমিক সমাবেশে পুলিশ গুলি চালিয়ে আন্দোলন স্তব্ধ করে দিতে চেয়েছিল। গুলিতে মারা গিয়েছিলেন৬ শ্রমিক। এর প্রতিবাদে ৪ মে হাজার হাজার শ্রমিক ফেটে পড়েছিলেন বিক্ষোভে। সেদিনও পুলিশের গুলিতে ৫ শ্রমিক মৃত্যুবরণ করেছিলেন। আন্দোলন গড়ে তোলার অপরাধে কয়েকজন শ্রমিককে মৃত্যুদÐও দেয়া হয়েছিল। এভাবে প্রাণের বিনিময়ে শ্রমিক শ্রেণি কায়েম করেছিল দৈনিক ৮ ঘণ্টা শ্রমের অধিকার। শুধু তাই নয়, ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
এরই প্রেক্ষিতে বগুড়ার শেরপুরে জাতীয় শ্রমীকলীগ শেরপুর উপজেলা শাখার সদস্য সচিব কারিমুল ইসলামের নের্তৃত্বে ১ মে সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন পেশার প্রায় ১৩শত শ্রমিকদের সাথে নিয়ে একটি র‌্যালি শহর প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এতে উপজেলা দর্জি শ্রকি ইউনিয়নের সভাপতি মো. সেলিম, উপজেলা ও শহর ব্যাটারি চালিত ইজি বাইক মালিক সমিতির সভাপতি শাহিন আলম খাজা, জাতীয় শৃমিকলীগ শহর শাখার আহবায়ক আরিফুর রহমান আরিফ, কোচ চালক সঞ্চয় সমিতির সভাপতি বাবু, বগুড়া জেলা হোটল এ্যান্ড রেস্টুরেন্টের আহবায়ক সোহরাব হোসনে, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল সহযোগিতা করেন। এছাড়া শেরপুর উপজেলার অন্যান্য শ্রমিক সংগঠনের নেতা কর্মীরাও র‌্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করেন।