বিসিআই-বিসিসির সমঝোতা স্মারক সই: বাংলাদেশ-ভারত বাণিজ্যে খুলবে নতুন দ্বার

  • Update Time : ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • / 124

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ও ভারত চেম্বার অব কমার্স (বিসিসি)। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশ-ভারতের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে নতুন এক দ্বার খুলবে বলে মনে করছে দুদেশের প্রতিনিধিরা। গতকাল রাজধানীর মতিঝিলে বিসিআই বোর্ডরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এবং বিসিসি সভাপতি এনজি খৈতান স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের ফলে দুদেশের ব্যবসা-বাণিজ্যের তথ্য আদান-প্রদান, সহযোগিতা সম্প্রসারণ, ভারত চেম্বার তাদের অফিসে ‘‌ঢাকা ডেস্ক’ এবং বিসিআই অফিসে ‘‌কলকাতা ডেস্ক’ স্থাপন করবে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বাণিজ্য মেলা, প্রদর্শনী এবং সেমিনারে অংশগ্রহণের সুযোগ সম্পর্কে তথ্য আদান-প্রদান করবে, সর্বোপরি দু-দেশের ব্যবসা এবং বিনিয়োগ উন্নয়নে কাজ করবে দুই চেম্বার।
বিসিআই সভাপতি বলেন, ‘‌বাংলাদেশে বর্তমানে লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প খাত, ব্লু ইকোনমি, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত রয়েছে, যেখানে ভারত সহযোগিতা করতে পারে এবং যৌথ উদ্যোগে কাজ করতে পারে। প্রযুক্তিগত এবং স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।’
ভারত চেম্বারের সভাপতি আরো বলেন, ‘‌বাংলাদেশ ও ইন্ডিয়া দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ এবং ঘনবসতিপূর্ণ দেশ। এখানে বিশাল ভোক্তা শ্রেণী আমাদের শক্তির জায়গা। আমরা বিসিআই সভাপতির সঙ্গে একমত পোষণ করি এবং স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প খাতসহ সম্ভাবনাময় খাত নিয়ে আমরা যৌথ উদ্যোগে কাজ শুরু করব। ভারত চেম্বার আগামী বছর কলকাতায় বিজনেস সামিট আয়োজন করতে চায়, এ সামিটে সবাইকে আমন্ত্রণ জানানো হয়।
প্রসঙ্গত, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ভারতের সঙ্গে ২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পেয়েছে প্রায় ৪ হাজার ৩৮৪ মিলিয়ন মার্কিন ডলার। তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৭ হাজার ৩১৪ মিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে দেশটি থেকে বাংলাদেশ আমদানি করে ৮ হাজার ৫৯৪ মিলিয়ন মার্কিন ডলার; বিপরীতে দেশটিতে রফতানি করা হয় ১ হাজার ২৮০ মিলিয়ন মার্কিন ডলার। পরের বছর বাণিজ্য ঘাটতির অংকটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১১ হাজার ৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিসিআইয়ের পক্ষে ঊর্ধ্বতন সহসভাপতি প্রীতি চক্রবর্তী, সহসভাপতি মোহাম্মদ ইউনুছ, পরিচালক শহীদুল ইসলাম নিরু, ড. দেলোয়ার হোসেন রাজা, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্লাহ, জিয়া হায়দার মিঠু, ড. যশোদা জীবন দেব নাথ, শাহিদ আলম, রুসলান নাসির, খায়ের মিয়া, নাজমুল আনোয়ার, ইসহাকুল হোসেন সুইট ও সেলিম জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারত চেম্বারের পক্ষে ঊর্ধ্বতন সহসভাপতি নরেশ পচিসিয়া, রাজকুমার আগরওয়াল, সদস্য বিক্রম তাঁতিয়া, সোমেশ দাশগুপ্ত, অরিন্দম মুখোপাধ্যায়, রাঘবেন্দ্র গুপ্ত, রমেশ কুমার মহেশ্বরী, হেমন্ত খৈতান, কেকা শর্মা ও অভিক রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দুই চেম্বারের সভাপতির নেতৃত্বে দুটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিসিআইয়ের আমন্ত্রণে শনিবার তিনদিনের সফরে ভারত চেম্বারের ১৪ সদস্যের এ প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে। সফরকারী প্রতিনিধি দল বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ ব্যবসায়ী মহলের সঙ্গে একটি বিজনেস টু বিজনেস সভায় মিলিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


বিসিআই-বিসিসির সমঝোতা স্মারক সই: বাংলাদেশ-ভারত বাণিজ্যে খুলবে নতুন দ্বার

Update Time : ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ও ভারত চেম্বার অব কমার্স (বিসিসি)। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশ-ভারতের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে নতুন এক দ্বার খুলবে বলে মনে করছে দুদেশের প্রতিনিধিরা। গতকাল রাজধানীর মতিঝিলে বিসিআই বোর্ডরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এবং বিসিসি সভাপতি এনজি খৈতান স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের ফলে দুদেশের ব্যবসা-বাণিজ্যের তথ্য আদান-প্রদান, সহযোগিতা সম্প্রসারণ, ভারত চেম্বার তাদের অফিসে ‘‌ঢাকা ডেস্ক’ এবং বিসিআই অফিসে ‘‌কলকাতা ডেস্ক’ স্থাপন করবে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বাণিজ্য মেলা, প্রদর্শনী এবং সেমিনারে অংশগ্রহণের সুযোগ সম্পর্কে তথ্য আদান-প্রদান করবে, সর্বোপরি দু-দেশের ব্যবসা এবং বিনিয়োগ উন্নয়নে কাজ করবে দুই চেম্বার।
বিসিআই সভাপতি বলেন, ‘‌বাংলাদেশে বর্তমানে লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প খাত, ব্লু ইকোনমি, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত রয়েছে, যেখানে ভারত সহযোগিতা করতে পারে এবং যৌথ উদ্যোগে কাজ করতে পারে। প্রযুক্তিগত এবং স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।’
ভারত চেম্বারের সভাপতি আরো বলেন, ‘‌বাংলাদেশ ও ইন্ডিয়া দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ এবং ঘনবসতিপূর্ণ দেশ। এখানে বিশাল ভোক্তা শ্রেণী আমাদের শক্তির জায়গা। আমরা বিসিআই সভাপতির সঙ্গে একমত পোষণ করি এবং স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প খাতসহ সম্ভাবনাময় খাত নিয়ে আমরা যৌথ উদ্যোগে কাজ শুরু করব। ভারত চেম্বার আগামী বছর কলকাতায় বিজনেস সামিট আয়োজন করতে চায়, এ সামিটে সবাইকে আমন্ত্রণ জানানো হয়।
প্রসঙ্গত, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ভারতের সঙ্গে ২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পেয়েছে প্রায় ৪ হাজার ৩৮৪ মিলিয়ন মার্কিন ডলার। তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৭ হাজার ৩১৪ মিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে দেশটি থেকে বাংলাদেশ আমদানি করে ৮ হাজার ৫৯৪ মিলিয়ন মার্কিন ডলার; বিপরীতে দেশটিতে রফতানি করা হয় ১ হাজার ২৮০ মিলিয়ন মার্কিন ডলার। পরের বছর বাণিজ্য ঘাটতির অংকটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১১ হাজার ৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিসিআইয়ের পক্ষে ঊর্ধ্বতন সহসভাপতি প্রীতি চক্রবর্তী, সহসভাপতি মোহাম্মদ ইউনুছ, পরিচালক শহীদুল ইসলাম নিরু, ড. দেলোয়ার হোসেন রাজা, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্লাহ, জিয়া হায়দার মিঠু, ড. যশোদা জীবন দেব নাথ, শাহিদ আলম, রুসলান নাসির, খায়ের মিয়া, নাজমুল আনোয়ার, ইসহাকুল হোসেন সুইট ও সেলিম জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারত চেম্বারের পক্ষে ঊর্ধ্বতন সহসভাপতি নরেশ পচিসিয়া, রাজকুমার আগরওয়াল, সদস্য বিক্রম তাঁতিয়া, সোমেশ দাশগুপ্ত, অরিন্দম মুখোপাধ্যায়, রাঘবেন্দ্র গুপ্ত, রমেশ কুমার মহেশ্বরী, হেমন্ত খৈতান, কেকা শর্মা ও অভিক রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দুই চেম্বারের সভাপতির নেতৃত্বে দুটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিসিআইয়ের আমন্ত্রণে শনিবার তিনদিনের সফরে ভারত চেম্বারের ১৪ সদস্যের এ প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে। সফরকারী প্রতিনিধি দল বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ ব্যবসায়ী মহলের সঙ্গে একটি বিজনেস টু বিজনেস সভায় মিলিত হবে।